সদ্যই জি বাংলার পর্দায় শুরু হয়েছে দুগ্গামণি ও বাঘ মামা। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পর এই মেগার হাত ধরেই ফের ছোট পর্দায় ফিরলেন মানালি মনীষা দে। অল্প দিনেই দর্শকদের নজর কেড়েছে এই ধারাবাহিক। এবার এই ধারাবাহিকের গল্প নিয়ে যে চর্চা চলছে সেটা নিয়ে কী জানালেন অভিনেত্রী?
কী বললেন মানালি মনীষা দে?
দুগ্গামণি ও বাঘ মামা ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছিল দুগ্গামণি তার বাবা মায়ের থেকে হারিয়ে গিয়েছে। অন্যদিকে সে যখন অন্য সবার মন পড়তে শিখে যায় দেবী দুর্গার আশীর্বাদে তখন মানালি মনীষা দেকে দেখে সে বলে ওঠে যে মানালির সন্তান হারিয়ে গেছে। এবার অনেকের মনেই প্রশ্ন জেগেছে তবে কি রাধিকা ওরফে দুগ্গামণি কি মানালির চরিত্রের সেই হারিয়ে যাওয়া মেয়ে? এই বিষয়ে অভিনেত্রী এই সময়কে জানিয়েছেন, 'আমার ওর যে রসায়ন, সমীকরণ দেখানো হচ্ছে ধারাবাহিকে সেটা নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শকদের মধ্যে দারুণ উৎসাহ তৈরি হয়েছে। কারও কারও মতে আমিই দুগ্গামণির সেই হারিয়ে যাওয়া মা, কেউ আবার ভাবছেন অন্য কিছু। আমাদের সম্পর্কটা নিয়ে আসলে ধোঁয়াশা রাখা হয়েছে কিছুটা। পুরোটা জানার জন্য ধারাবাহিক দেখতে হবে।'
রাধিকা ওরফে দুগ্গামণির সঙ্গে নিজের বাস্তবের রসায়ন সম্পর্ক কথা বলতে মানালি জানিয়েছেন ছোট্ট রাধিকা তাঁকে মিমি বলে ডাকে। প্রথম থেকেই দুজনের ভালো সম্পর্ক। বন্ধুত্বও জমে গেছে। অভিনেত্রীর কথায়, 'অল্প সময়েই আমাদের দুজনের বন্ধুত্ব জমে গেছে।' দুজনে খুনসুটিও করে সেটে। মানালি এদিন এও জানিয়েছেন গল্পটা তাঁর ভালো লেগেছিল বলেই তিনি সম্মতি জানিয়েছেন।
আরও পড়ুন: সারেগামাপার দুই বিজয়ীর মধ্যে রয়েছে এক নিবিড় যোগ! জানেন দেয়াশিনী-অতনু একই গুরুর ছাত্র, কে তিনি?
দুগ্গামণি ও বাঘ মামা প্রসঙ্গে
মিঠিঝোরা ধারাবাহিককে সরিয়ে গত সোমবার, ৩ মার্চ থেকে শুরু হয়েছে এই দুগ্গামণি ও বাঘ মামা ধারাবাহিক। এটি প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে নয়টায় দেখা যাবে জি বাংলার পর্দায়। মুখ্য ভূমিকায় আছেন মানালি মনীষা দে, রাহুল বসু, রাধিকা কর্মকার, প্রমুখ। অন্যদিকে মিঠিঝোরা ধারাবাহিকটি রাত সোয়া দশটা থেকে দেখা যায়।