সামনেই নারী দিবস। এই সময়ে দাঁড়িয়েও অহরহ ধর্ষণ, মহিলা নির্যাতন, বধূ নির্যাতন, শ্লীলতাহানির মতো ঘটনার কথা শোনা যায়। বাদ যায় না, বাড়ি থেকে কর্মজীবনে আশেপাশের মানুষের থেকে পাওয়া কুপ্রস্তাব, ইঙ্গিত। এদিন এই বিষয়ে মুখ খুললেন মমতা শঙ্কর।
আরও পড়ুন: সন্তানসম্ভবা হতেই ছেড়েছেন ডন ৩! কিয়ারার জায়গায় এবার রণবীরের বিপরীতে এই বলি সুন্দরী
কী জানিয়েছেন মমতা শঙ্কর?
মমতা শঙ্কর তাঁর নৃত্য শৈলী, অভিনয় দিয়ে যখন এক দিকে বারংবার নজর করেছেন তেমন আরেকদিকে তাঁর বলা নানা কথা নিয়ে নানা সময় বিতর্ক তৈরি হয়েছে। এবার নারী দিবসের আগে তিনি মহিলারা যে কুপ্রস্তাব পান সেটা নিয়ে নিজের মতামত জানালেন এবিপি আনন্দের কাছে।
এদিন মমতা শঙ্কর বলেন, 'আত্মসম্মান, আত্ম মর্যাদা নিজেকে ধরে রাখতে হবে। অনেকে আমায় অনেক মানুষের সঙ্গে কথা বলতে দেখার পর এসে বলেছেন উনি তোমার সঙ্গে কথা বলছিলেন, খারাপ লোক কিন্তু উনি, সাংঘাতিক। সাবধানে থেকো। আমি পাল্টা জবাবে বলেছি যে আমার তো তাঁকে ভালোই, সজ্জন বলে মনে হল। রাত জেগে, গভীর রাত পর্যন্ত কত শ্যুটিং করেছি, কত মানুষের সঙ্গে বসে আড্ডা দিয়েছি। গান গেয়েছি। কেউ কখনও খারাপ প্রস্তাব দেওয়ার কথা ভাবতে পারেননি।'
মমতা শঙ্করের মতে নিজের চারপাশে ব্যক্তিত্বের বেড়াজাল দেওয়া দরকার। তাঁর কথায়, 'কখনও কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না যদি নিজের চারপাশে ব্যক্তিত্বের বেড়াজাল দিয়ে রাখা যায়। নিজে শক্ত থাকে। যদি কখনো কোনও অসুবিধার সম্মুখীন হতেও হয় নতুন প্রজন্মকে বলব বুদ্ধির জোরে সেটাকে কাটিয়ে উঠতে জানতে হবে।'
আরও পড়ুন: দেবের পর এবার অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন যিশু! কোন ছবিতে মুখোমুখি হবেন ২ তারকা?
কিন্তু আজকালকার কেন অনেকেই এই বেড়াজাল ধরে রাখতে পারছে না? কেন এমন ঘটনা বাড়ছে? এই বিষয়ে মমতা শঙ্কর মনে করেন মানুষের লোভ দায়ী। তাঁর কথায়, 'লোভ, চাহিদা বাড়ছে মানুষের। তাঁরা যদি এই চাহিদাকে সীমিত রাখতে পারেন, দূরে সরিয়ে রাখতে পারেন লোভকে তাহলে অনেক কিছুর থেকেই নিজেকে বাঁচিয়ে চলা যায়।'