মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিনোদন ও সঙ্গীত জগতের শিল্পীদের মহানায়ক পুরস্কারে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল এই ধারা, তারপর থেকে প্রতি বছরই এদিনে বিশেষ এই অনুষ্ঠান হয়ে আসছে। তবে এবার এই মঞ্চ থেকে মেগা নিয়ে খানিক বিরক্ত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ মুক্তির আগে শুভশ্রীর মুখে দেবের প্রশংসা , 'ও আমাকে নিয়ে…', যা বললেন নায়িকা
কী বললেন মমতা বন্দোপাধ্যায়?
এদিনের বিশেষ অনুষ্ঠানে সিরিয়াল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রয়েল ক্যারেক্টর, তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার। আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।’
এরপর লীনা গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এতে কিন্তু লীনাদিদের হাতে নেই, এটা যাঁরা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি কেন? বাড়ান ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত অভিনব জিনিস আছে। তা না করে, কী করবেন? ও ওকে গুলি চালাচ্ছে। ও ওকে ছুরি মারছে। এগুলো আমি যেই দেখি, বন্ধ করে দিই।’
প্রসঙ্গত, প্রতি বছরের মতো ২০২৫ সালেও এক ঝাঁক তারকা সম্মানিত হলেন মহানায়ক পুরস্কারে। তালিকায় গার্গী রায়চৌধুরী থেকে শুরু করে রুপঙ্কর বাগচী সহ রয়েছেন একাধিক তারকা। এই বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধনধান্য স্টেডিয়ামে।
পুরস্কার বিতরণী সভায় এই দিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুন্ডু, অদিতি মুন্সি -সহ আরও অনেকে।
২০২৫ সালের এই সম্মানে যাঁরা সম্মানিত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন গৌতম ঘোষ, তিনি পরিচালক হিসেবে এই পুরস্কার পেয়েছেন। এছাড়াও গায়িকা ইমন চক্রবর্তী এবং গায়ক রূপঙ্কর বাগচী এই পুরস্কার পেয়েছেন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য। মেকআপ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন সোমনাথ কুন্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য। এই বছর অভিনয় দুনিয়া থেকে মহানায়ক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।