কেবল রাজ্য শাসন নয়, ঘরের কাজেও সমান ভাবে পটু মুখ্যমন্ত্রী। সে কথাই এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে এসে প্রমাণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে রুটি বেললেন। এমনকি সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে দিয়েও রুটি বেলালেন এদিন। দিদি নম্বর ওয়ানের মঞ্চে আর কী কী ঘটল?
দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেই রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন তিনি রুটি বেলতে পারবেন না। তবে বাকি সবার সঙ্গে নাচবেন, গাইবেন, কবিতা বলবেন। তাই এদিনের এই রুটি বেলার অংশে তিনি খেলেননি। তবে অন্যান্য প্রতিযোগী যাঁরা ছিলেন এদিনের পর্বে অর্থাৎ ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী অংশ নেন রুটি বেলার পার্টে। সেখানে জয়ী হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর বেলা রুটি এদিন সবার থেকে ভালো আকারের হয়েছিল। তবে এদিন এই অংশে পার্টিসিপেট না করলেও রচনা অনুরোধ করেন মুখ্যমন্ত্রীকে যাতে তিনি একটি রুটি বেলেন। তাঁর সেই অনুরোধ শুনে মমতা সোজাসুজি বলেন আগে তুমি বেলে দেখাও। মুখ্যমন্ত্রীর হুকুম না মেনে থাকা যায়! অগত্যা সঞ্চালিকাকেও রুটি বেলতে হয়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই এক কাজ করেন।
আরও পড়ুন: 'দারুণ ভালো...' দিদি নম্বর ওয়ানে অংশ নিয়েই খুশিতে ডগমগ মমতা, মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কী বললেন বিজেপি নেতা সুকান্ত?
আরও পড়ুন: লন্ডনে জন্মেও বিরাট অনুষ্কার পুত্র পাচ্ছে না ব্রিটিশ নাগরিকত্ব! কেন?
এদিনের এই পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত অতিথি হয়েই এসেছিলেন। আসল খেলা জমেছিল বাকি তিন প্রতিযোগীর মধ্যে।
দিদি নম্বর ওয়ানে এসে কী বললেন মমতা?
প্রসঙ্গত যবে থেকে দর্শকরা শুনেছেন যে দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তবে থেকেই সকলে উত্তেজনায় ফুটছেন। সকলের মুখেই এক প্রশ্ন কবে দেখানো হবে তাঁর সেই পর্ব? কী বলবেন তিনি সেটা জানতে মুখিয়ে আছেন সকলেই। আসলে দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো, আর এই শো বহু মানুষ দেখেন। ফলে তাই এই শোয়ের এই পর্ব নিয়ে উন্মাদনা থাকবে সেটা তো স্পষ্টই।
আরও পড়ুন: 'সুপারহিট!' সৌরভের কীর্তিকে কুর্নিশ, আস্ত লর্ডস স্টেডিয়ামের রেপ্লিকা বানিয়ে দাদাগিরিতে উপহার দাদাকে!
বুধবার ২১ ফেব্রুয়ারি হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে এই বিশেষ পর্বের শুটিং হল। সেখানে শুটিং করতে এসে নিজের অভিজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুট থেকে বেরোনোর সময় তিনি জানালেন 'ভালো হয়েছে শ্যুটিং।'