নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নানা কথার সূত্র ধরে উঠল ‘দ্য কেরালা স্টোরি’র প্রসঙ্গও। আর তাতেই সিনেমাটির নির্মাতা-সহ সিপিএমেরও নিন্দা করলেন তিনি। কী বলছেন মুখ্যমন্ত্রী?
সম্প্রতি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে চর্চা চলছেই। এক দিকে যেমন এই ছবিটি নিয়ে নানা ধরনেক বিতর্ক চলছে, অন্য দিকে এই ছবিটি রীতিমতো ম্যাজিক দেখাচ্ছে বক্সঅফিসে। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রেই এই ছবি। এরই মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে উঠে এল এই ছবির প্রসঙ্গও।
মণিপুরের ঘটনা নিয়ে এই সাংবাদাকি বৈঠকে দীর্ঘ ক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। দেন বহু প্রশ্নের উত্তরও। তারই মধ্যে কথার সূতরে উঠে আসে ‘দ্য কেরালা স্টোরি’র প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই কেলারা ফাইলসটি কী? আমি সিপিএমের সঙ্গে যুক্ত মানুষকে সমর্থন করি না। কিন্তু মানুষকে সমর্থন করি।’ এর পরেই সিপিএম সম্পর্কে কড়া কথা বলেন তিনি। বলেন, ‘সিপিএম তো বিজেপির সঙ্গে কাজ করে। সিপিএমের উচিত এই ছবিটির সমালোচনা করা।’
(আরও পড়ুন: তরুণীদের 'দ্য কেরালা স্টোরি' দেখার আর্জি জানিয়ে মার খেলেন যুবক, আটক নাবালক)
মুখ্যমন্ত্রী বলেন, তিনি কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবেন। সিপিএমের সদস্যরা যে বিজেপির সঙ্গে কাজ করেন, সেটিও তাঁকে জানাবেন বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘ওই দলটিই তো কেরালা ফাইলস দেখাচ্ছে।’ এর পরেই তিনি বলেন, ছবিটির গল্প বিকৃত। এর সঙ্গে যে বাস্তবের কোনও যোগ থাকতে পারে, এমন কথাকে গুরুত্ব না দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দ্য কেরালা ফাইলস— বিকৃত কাহিনি।’
তবে শেষ এখানেই নয়। এর পরে যে নিশানায় রয়েছে পশ্চিমবঙ্গ— এমন দাবিও করেছেন তিনি। বলেছেন, তাঁর কাছে খবর আছে, এর পরেই লক্ষ্য বাংলা। এবং পশ্চিমবঙ্গ নিয়ে বেঙ্গলফাইল তৈরি হবে। তিনি বলেছেন, ‘আমায় জানানো হয়েছে, এর পরে বেঙ্গল ফাইলসের প্রস্তুতি চলছে। প্রথম ওরা কাশ্মীরের মানুষের অসুম্মান করেছে। তার পরে কেরালার মানুষের করেছে। এবার পশ্চিবঙ্গের পালা।’
(আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ বয়কটের বিরুদ্ধে শাবানা, ‘লাল সিং’ প্রসঙ্গ টেনে কী বললেন)