গায়ক নিক জোনাস প্রায়শই তাঁর মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে যান জোনাস ব্রাদার্সের কনসার্টে। শনিবার ইনস্টাগ্রামে নিক জোনাস তার সাম্প্রতিক একটি শোতে বাবা-মেয়ের মিষ্টি মুহূর্তর একটি ক্লিপ শেয়ার করেছেন।
ভিডিয়োতে দেখা যায় যে, নিক জোনাস মঞ্চে পারফর্ম করছেন। আর মঞ্চের নীচে দাঁড়িয়ে রয়েছেন মালতী। ক্যামেরাবন্দি করছে সে বাবা নিককে। দেখা গেল, বেশ ধৈর্য ধরে বাবার গান ক্যামেরায় রেকর্ড করছেন নিক-কন্যা।
নিককেও দেখা গেল মেয়ের ক্যামেরার জন্য পোজ দিতে। মালতী এদিন একটি সাদা-কালো কো-অর্ড সেট পরেছিলেন। সঙ্গে ম্যাচিং জুতো। সাদা টি-শার্ট, কালো জ্যাকেট ও অলিভ গ্রিন প্যান্টে দেখা গেল তাকে।
মালতীর ভিডিয়োতে ভক্তদের প্রতিক্রিয়া
নিক পোস্টটির কোনো ক্যাপশন দেননি, তবে কেবল একটি লাল হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন। সেই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক ভক্ত লেখেন, 'সো কিউটি'। একজন মন্তব্য করেছেন, ‘এই সফরের জন্য @nickjonas নতুন ফটোগ্রাফার নিয়োগ করেছে।’
নিক ২০১৮ সালে রাজস্থানে অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা মালতীকে স্বাগত জানান নিক-প্রিয়াঙ্কা।
নিকের আসন্ন শো:
নিক এবং জো এবং কেভিন জোনাস ১০ আগস্ট থেকে ৫২টি কনসার্ট নিয়ে তাদের জোনাস ২০: গ্রিটিংস ফ্রম ইওর হোমটাউন ট্যুর শুরু করবেন। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট ট্যুর। শেষ হবে ১৪ নভেম্বর কানেকটিকাটের আনকাসভিলে।
প্রিয়াঙ্কার আসন্ন কাজ:
ভক্তরা আগামীতে প্রিয়াঙ্কাকে ওয়েব সিরিজ সিটাডেলের দ্বিতীয় মরসুমে দেখতে পাবেন। 'দ্য ব্লাফ'-এ উনিশ শতকের এক ক্যারিবিয়ান জলদস্যুর চরিত্রে অভিনয় করবেন তিনি। ভারতে মহেশ বাবুর সঙ্গে এসএস রাজামৌলির আসন্ন ছবিতেও অভিনয় করছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে সম্প্রতি ইদ্রিস এলবা এবং জন সিনার হেডস অফ স্টেট ছবিতে দেখা গিয়েছে। ইলিয়া নাইশুলার পরিচালি এই ছবিটি এখন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হচ্ছে।