২০২৪ সালে, মালায়লাম চলচ্চিত্র জগতের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ নিয়ে শুরু হয় জোর চর্চা। তবে এর নেপথ্য ছিলেন মালায়লাম চলচ্চিত্র জগতেরই এক অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস। তিনি বলেছিলেন যে, তিনি মাদক সেবন করে এমন কোনও অভিনেতাদের সঙ্গে কাজ করবেন না। তাঁর এই বিবৃতি প্রকাশ্যে আসতেই ওঠে বিতর্কের ঝড়। তা নিয়ে নানা কাটা-ছেঁড়া হয়। আর সবটার জেরে খানিক হেনস্থাও হতে হয় নায়িকাকে। তাই অবশেষে তাঁর এই বিবৃতির কারণ নিয়ে মুখ খুললেন নায়িকা। জানালেন কীভাবে এক মাদকাসক্ত সহ-অভিনেতা একটা সেটে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।
পল্লিপুরম গির্জায় অনুষ্ঠিত কেসিওয়াইএম এরনাকুলাম-অ্যাঙ্গামালি মেজর আর্চডায়োসিসের ৬৭তম কার্যনির্বাহী বছরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্সি ঘোষণা করেছিলেন, ‘যদি আমি জানতে পারি যে কেউ মাদক সেবন করছেন, তাহলে আমি তাঁর সঙ্গে কোনও ছবিতে অভিনয় করব না।’ আর তাঁর এই বক্তব্য নিয়েই দানা বেঁধে ছিল বিতর্ক।
আরও পড়ুন: 'ও খুব মিষ্টি, আমারা…', শ্বেতা তিওয়ারির মেয়ে পলকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সইফ-পুত্র ইব্রাহিম
তবে এবার সেই বিতর্কের অবসান ঘটাতেই মুখ খুললেন নায়িকা। ভিন্সি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে বলেছিলেন, ‘কয়েকদিন আগে, একটি মাদক বিরোধী প্রচারণা অনুষ্ঠানে আমি একটি বিবৃতি দিয়েছিলাম যে, আমি আমার পরিচিত যাঁরা মাদক সেবন করেন তাঁদের সঙ্গে আর সিনেমা করব না। এই বিবৃতির পরে, বেশ কিছু মন্তব্য আমার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল। এই মন্তব্যগুলো পড়ে, আমার মনে হয়েছিল যে আমি কেন এমন কথা বলছি তা, সকলের কাছে স্পষ্ট করা উচিত।’
এরপরই নায়িকা তাঁর বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে, তাঁর এই বিবৃতির কারণ নিয়ে মুখ খোলেন। তাঁর কথায়, 'আমি এমন একটা ছবিতে কাজ করছিলাম যেখানে একজন প্রধান চরিত্রের অভিনেতা মাদক সেবন করতেন। শুধু তাই নয় তারপর অনুচিত আচরণও করতেন। তার সঙ্গে কাজ করা সহজ ছিল না। আমার পোশাক নিয়ে ওঁর সমস্যা ছিল। হঠাৎ সবার সামনে আমায় বলেন, পোশাক ঠিক করতে হবে। মাদকের নেশা এতটাই ছিল যে তিনি জোর করে আমার পোশাক ঠিক করতেও এগিয়ে আসেন। বলেন, 'আমি এটা ঠিক করতে সাহায্য করতে পারি।' সবার সামনে এই কথা সেদিন আমাকে বলা হয়েছিল। তাঁর এই কথা ও আচরণ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তুলেছিল।'
আরও পড়ুন: 'আড়ি' মুক্তির আগে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিলেন যশ-নুসরত! ‘এঁরা দেখি ইদও পালন করে, আবার…', হল কটাক্ষ