বিগত বেশ কিছুদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে যে অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন। আর এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আবার একটি ইঙ্গিতবহ পোস্ট করে বসলেন মালাইকা। আর তাতেই যেন সমস্ত গসিপে আগুনে ঘি ঢালার মতো কাজ হল!
কী লিখেছেন মালাইকা?
মালাইকা আরোরা সম্প্রতি একটি নতুন ইনস্টাগ্রাম পোস্ট করে তাঁর এবং অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জনকে উসকে দিলেন। মঙ্গলবার, ২ জুলাই অভিনেত্রী তথা মডেল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন 'সাহসের অর্থ আর ভয় পাওয়া নয় না, সাহসের মানে ভয়কে তোমায় থামাতে দিও না।' তাঁর এই পোস্ট ঘিরেই ফের হইচই শুরু হয়েছে।
তবে এটাই প্রথমবার নয় যখন অভিনেত্রী কোনও ইঙ্গিতবহ পোস্ট করলেন। মাত্র একদিনেই আগেই মালাইকা আরও একটি পোস্ট করেছিলেন ভালোবাসা এবং ধীরে ধীরে সুস্থ হওয়া নিয়ে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, 'জুলাই এবার পরিপূর্ণ থাকবে ভালোবাসায়। জুলাইয়ে শান্তি বজায় থাকবে। জুলাইয়ে উন্নতি হবে। জুলাইয়ে ভরপুর আশীর্বাদ থাকবে। আনন্দে ভরপুর হবে এই মাস। জুলাইয়ে নতুন সুযোগ তৈরি হবে।'
তবে মালাইকা একা নন। অর্জুন কাপুরও একই ভাবে নানা ইঙ্গিতবহ পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি গত সোমবার, ১ জুলাই একটি পোস্টে লেখেন, 'নিয়মানুবর্তিতার কষ্ট অনেক ভালো পরে হওয়া আফসোস থেকে।'
আরও পড়ুন: কালো গায়ের রং আর দাঁতের জন্য হীনমন্যতায় ভুগতেন মিঠুন! শাবানা বললেন, ‘মা ওকে জড়িয়ে ধরে বলতো...’
এই বিষয়ে বলে রাখা ভালো যে কেন অর্জুন এবং মালাইকার সম্পর্কের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ২৬ জুন অর্জুনের জন্মদিন ছিল। কিন্তু সেই বার্থডে পার্টিতে দেখা যায়নি মালাইকাকে। আগে থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল, অর্জুনের জন্মদিনের পর সেটা আরও বেড়ে যায়। যদিও মালাইকার ম্যানেজার জানিয়েছেন যা যা রটেছে সবই কেবল গুঞ্জন।