প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে ডিভোর্স নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী মালাইকা আরোরা। দাম্পত্যের ১৯ বছরের মাথায় দু'জনের ডিভোর্স হয়েছে। একমাত্র ছেলে আরহানের দায়িত্ব একযোগে পালন করেন। পিঙ্কভিলার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সে বিয়ে করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
দ্য মুভিং ইন উইথ মালাইকা তারকা বলেছেন, 'এমন নয় যে আমি এমন একটি জায়গায় বড় হয়েছি যেখানে আমাকে বলা হয়েছিল 'ওহ তোমাকে এই বয়সে বিয়ে করতে হবে'। আমাকে নিজের মতো জীবন বাঁচতে বলা হয়েছিল, বাইরে যেতে, উপভোগ করতে, আরও বেশি লোকের সঙ্গে মিশতে এবং আরও সম্পর্ক রাখতে বলা হয়েছিল। তবুও আমি জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি বলেছিলাম ২২-২৩ বছর বয়সের মধ্যে বিয়ে করতে চাই। কেউ কিন্তু আমাকে জোর করেনি। আমার মনে হয়েছিল আমি এখনই করতে চাই, তাই সেই মুহূর্তে এটাই আমার সেরা বলে মনে হয়েছিল'। আরও পড়ুন: ‘রূপঙ্করের নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছেন’, বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুললেন গায়ক-পত্নী চৈতালি
বিয়ের পর সংসারও করেছেন চুটিয়ে সংসার করেছেন ১৯ বছর। অভিনেত্রীর কথায়, ‘যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে খুব বেশি মহিলা ডিভোর্স হয়ে যাচ্ছিলেন। আমি অনুভব করেছিলাম, আমার জন্য, আমার ব্যক্তিগত বৃদ্ধির জন্য, আমার ভালো থাকার জন্য, আমার বাচ্চাকে আরও ভালো করে বড় করার জন্য এটা দরকার বলে আমার মনে হয়েছিল। আমি বিশ্বাস করি তুমি তোমার আশেপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে।’