প্রতি বছরের এই সময় দেশের বিভিন্ন রাজ্য শুভ সময়ের উদযাপন হয়। ভারতীয় রীতিতে, নতুন বছরের শুরুটা যাতে, আরও শুভ হয়, সেইদিকে তাকিয়ে থাকেন সকলে। পশ্চিমবঙ্গে, এই সময়ে পয়লা বৈশাখ হিসাবে পালিত হয়, যখন অন্ধ্র প্রদেশ, তেলাঙ্গানা এবং কর্ণাটক এই সময়ে উগাড়ি উদযাপন করে। মহারাষ্ট্রে গুড়ি পাড়ওয়া পালন করা হয়। এই সময়ে, মানুষ ঘর সাজান এবং নতুন পোশাকে সেজে ওঠে।
মাধুরী দীক্ষিতের গুড়ি পাড়ওয়া
গুড়ি পাড়ওয়া হল মারাঠি নববর্ষ। বলিউড তারকারা গুড়ি পাড়ওয়া সেলিব্রেশনে মেতে উঠেছেন। অভিনেত্রী মাধুরী দীক্ষিত সকলকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে মন থেকে গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা’। এই বছর, গুড়ি পাড়ওয়া ৯ এপ্রিল পড়েছে। ভিডিয়োতে অভিনেত্রী সবুজ রঙের শাড়ির পরে সুন্দর করে সেজে, গা ভর্তি গয়না পরে দেখা মিলেছে।
আরও পড়ুন: ‘গোপন নয়, ব্যক্তিগত ছিল..’, বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন তাপসী, জানালেন কেন পোস্ট করেননি ছবি
আরও পড়ুন: Rolls Royce Phantom EWB VIII কিনেছেন নীতা আম্বানি, কী বিশেষত্ব রয়েছে ১২ কোটির এই গাড়ির
শ্রদ্ধা কাপুরের গুড়ি পাড়ওয়া
পরিবারের সঙ্গে গুড়ি পাড়ওয়া সেলিব্রেট করলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মাসি পদ্মিনী কোলাপুরীর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। বাড়ির সকলের সঙ্গে সেলফি পোস্ট করেছেন শ্রদ্ধা। বাড়িতে সেলিব্রেশনের টুকরো ঝলক উঠে এসেছে শ্রদ্ধার পোস্টে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার ইনস্টা পরিবার আপনাকে এবং আপনার পরিবারকে গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা’।
বিশেষ দিনে লাল রঙের চুড়িদার পরেছিলেন শ্রদ্ধা। পদ্মিনী পরেছিলেন কালো এবং মেঠো রংয়ের শাড়ি। শ্রদ্ধার পোস্টে গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও। আরও পড়ুন: ফুল দিয়ে নৃত্য পরিবেশন, থাকল না রংয়ের ছোঁয়া, প্রথা ভেঙে বসন্ত বন্দনা বিশ্বভারতীতে