
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
‘নিবোর্ধ মেয়ে’! আপতত সোশ্যাল মিডিয়া এই তকমাই সেঁটে দিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের নামের পাশে। ছোটপর্দার পাখি এদিন অবাক কাণ্ড ঘটালেন। বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হয়েছেন 'বিশ্ব ফুটবলের সম্রাট’ পেলে। তাঁর আত্মার শান্তিকামনায় ফুটবলপ্রেমীরা। বাদ নেই সিনেজগতের তারকারাও। এর মধ্যেই অভিনেত্রী মধুমিতা সরকারের ফেসবুক পোস্ট ঘিরে চরম শোরগোল।
হালফিলের অন্যতম সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কেউ মারা যাক বা কারুর জন্মদিন হোক- প্রয়াত তারকার ছবি দিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে বার্তা পোস্ট করা। সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়েই পোস্ট করেছিলেন মধুমিতা। কিন্তু সেই পোস্ট ঘিরেই যাবতীয় বিতর্ক। কী হয়েছে?
শুরুতে মধুমিতা যে ছবিটি পোস্ট করেন সেখানে বিশ্বকাপ হাতে পেলে দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে সেই ছবির পাশেই পেলে ভেবে তিনি অন্য এক ফুটবলারের ছবি পোস্ট করে বসেন। খানিকটা পেলের মুখের সঙ্গে মিল থাকলেও সেই ব্যক্তি আদতে পেলে নন, ব্রাজিলের অন্য এক ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। পরে নিজের ভুল বুঝতে পারেন মধুমিতা। চটপট ভুল শুধরেও নেন। কিন্তু ততক্ষণে মধুমিতার পোস্টের স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ার দৌলতে। তাই পোস্টে পরিবর্তন এনেও লাভ হয়নি। আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে মধুমিতার ওই ভুল পোস্টটি।
মধুমিতার ভাইরাল পোস্ট (ডান দিকের ছবিটি পেলে নয়, ভিনিসিয়াস জুনিয়রের)
ভুলের খেসারত হিসাবে চরম ট্রোলিং-এর শিকার টলিপাড়ার ‘চিনি’। সঠিক পোস্ট করবার পরেও মধুমিতার পোস্টের কমেন্ট বক্স ভরে যাচ্ছে পুরোনো পোস্টের স্ক্রিনশটে। কেউ লিখছেন, ‘বোকা মেয়ে, ফুটবল কী সেটাই বোধহয় জানে না’। অপর একজন লেখেন, ‘যত্ত সব কায়দা.. কী দরকার না চিনে শোকজ্ঞাপনের।’
এখন অবশ্য ভুল শুধরে নিয়েছেন মধুমিতা, রইল তাঁর নয়া পোস্ট-
মধুমিতা অবশ্য গোটা বিষয় নিয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি। ছোটপর্দা থেকে খ্যাতির আলোয় উঠে এসেছেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’, ‘কুসুমদোলা’-র মতো হিট মেগার নায়িকা মধুমিতাকে এখন চেনা দায়! ভোল বদলে এখন ওটিটি প্ল্যাটফর্ম এবং বড়পর্দায় কাজ করছেন মধুমিতা। শীঘ্রই তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন মধুমিতা। আপতত নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘জাতিস্মর’-এর শ্যুটিং-এ ব্যস্ত তিনি।
৳7,777 IPL 2025 Sports Bonus