গত বছর (২০২৩) ২৯ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন রণদীপ হুদা ও লিন লাইশরাম। মণিপুরের ইম্ফলে বসেছিল সেই বিয়ের আসর। সেই বিয়েকে রূপকথার বিয়ে নাবলে মহাকাব্যিক বিয়ে বলাই ভালো। মহাভারতের তৃতীয় পান্ডব অর্জুন যেভাবে মণিপুরের রাজকন্যাকে বিয়ে করেছিলেন, সেই থিমেই সাজানো হয়েছিল বিয়ের আসর। দেখতে দেখতে সেই বিয়ের পর ১ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রণদীপ-লিন।
প্রথম বিবাহ-বার্ষিকী একসঙ্গে কীভাবে কাটালেন রণদীপ হুদা ও লিন লাইশরাম?
জীবনের বিশেষ এই দিনে, লিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে স্বামী রণদীপের সঙ্গে একটি মিষ্টি বার্ষিকীর ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে একটি পিয়ানোতে তাঁদের উভয়কে হাত রাখতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশানে, ‘পিয়ানোর ক্লাস থেকে আমার সহপাঠীকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’ লিন নিজের পোস্টটি রণদীপ হুদাকেও ট্যাগও করেছেন।
আরও পড়ুন-‘রাজার অবস্থা দেখলে কান্না পেয়ে যাবে!’ হঠাৎ কেন এমন বলছেন মধুবনী! কী আবার ঘটল?