চলতি বছর জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছেন শাহরুখ খান। অভিনেতার এই পুরস্কারের সম্মানিত হওয়ার পর অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মনে করেছেন স্বদেশ ছবির জন্য এই পুরস্কার পাওয়া উচিত ছিল, কেউ আবার মনে করেছেন জওয়ান ছবিটি জাতীয় পুরস্কারের উপযুক্ত ছিল না। এবার কিং খানের পুরনো একটি ছবির কথা তুলে ধরে শাহরুখ খানের অভিনয় নিয়ে প্রশ্ন তুললেন লিলিপুট।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে শাহরুখ খান একজন বামনের ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও এই ছবিতে তিনি দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হন যার ফলে তিনি টানা কয়েক বছর বিরতি নিয়েছিলেন অভিনয় জগত থেকে। সেই ছবির প্রসঙ্গ টেনেই এবার শাহরুখ খানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন লিলিপুট। প্রসঙ্গ টানেন কমল হাসানেরও।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
সম্প্রতি রেড এফএম - এর সঙ্গে একটি সাক্ষাৎকারে লিলিপুট বলেন, ‘একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি অন্ধের চরিত্রে অভিনয় করতে পারলেও একজন স্বাভাবিক উচ্চতার মানুষের কাছে একজন বামনের চরিত্রে অভিনয় করার ব্যাপারটা ভীষণ চ্যালেঞ্জিং। বামন স্বাভাবিক মানুষের মতো দেখতে হলেও তাদের শারীরিক গঠন এবং কথাবার্তা বা চলাফেরা সম্পূর্ণ আলাদা হয়।’
শাহরুখের ছবি প্রসঙ্গে লিলিপুট বলেন, ‘একটি ছবিতে তোমাকে বামন দেখানোর জন্য কিছু টেকনিক্যাল জিনিস ব্যবহার করা হয়। আমি জানি তুমি দেখতে সুন্দর, তোমার প্রতি আমার ধারণা এখানেই শেষ। আমি কিন্তু একজন বামনের দিকে তাকাচ্ছি না আমি বরং এমন একজন মানুষের দিকে তাকাচ্ছি যাকে ভিজুয়াল এফেক্টের মাধ্যমে মামুনের মতো তৈরি করা হয়েছে।’
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
লিলিপুট আরও বলেন, ‘শাহরুখ কমল হাসানকে নকল করার চেষ্টা করেছেন কিন্তু কমল হাসান তাঁর ছবিতে বামন ব্যক্তির শারীরিক গঠনের খুঁটিনাটি তুলে ধরেছিলেন যা শাহরুখ খান তুলে ধরতে পারেননি। আপনি যখন একজন বামনের সবদিক ভালোভাবে তুলে ধরতে সক্ষম না হন, তখন কী করে ভাববেন যে মানুষ আপনাকে গ্রহন করবে?’
সবশেষে অভিনেতা বলেন, ‘শাহরুখ খান কমল হাসানের কপি করেছিলেন কিন্তু তিনি কমল হাসানের পায়ের ধুলোর যোগ্য নন। খুব স্বাভাবিকভাবেই তাই কমল হাসান যেখানে সাফল্য অর্জন করেছিলেন সেখানে শাহরুখ কিছুই করতে পারেননি।’
প্রসঙ্গত, আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। ২০০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হওয়া এই ছবিটি মাত্র ১৭৮ কোটি টাকা আয় করেছিল এবং তারপর বহুদিন শাহরুখ নিজেকে বড় পর্দা থেকে দূরে রেখেছিলেন।