
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গত রবিবার ঠাকুরপুকুর বাজারে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ঢুকে পড়ে একাধিক ব্যক্তিকে ধাক্কা মারেন ভিডিয়ো বৌমার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত। মারা যান একজন। এরপরই হইচই পড়ে গিয়েছে আকণ্ঠ মদ্যপান করে এভাবে গাড়ি চালানো নিয়েও উঠছে প্রশ্ন। এবার টলিউডকে এই ঘটনার পর একহাত নিলেন কুণাল ঘোষ।
২০২৪ সালের অগস্ট মাসে যখন আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, তাঁকে নৃশংস ভাবে হত্যা করার ঘটনা প্রকাশ্যে তখন গোটা শহর তো বটেই রাজ্য, দেশ উত্তাল হয়ে উঠেছিল। রাতের পর রাত মানুষ এই ন্যক্কারজনক ঘটনার বিচার চেয়ে পথে নেমেছে। সাধারণ মানুষের সঙ্গে বারংবার পথে নেমে উই ওয়ান্ট জাস্টিস রব তুলেছিলেন টলিউডের তারকারা। মোমবাতি মিছিল থেকে জমায়েতে অংশ নিয়েছেন। সম্প্রতি ঠাকুরপুকুর বাজারে মদ্যপ অবস্থায় ভিডিয়ো বৌমার পরিচালক যে দুর্ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে সেটার পর বাংলার ইন্ডাস্ট্রির একাধিক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা সেই ঘটনার বিরোধিতা করেছেন। আবার আরজি কর কাণ্ডের সময় যাঁরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তাঁদের অনেকেই চুপ। সেই প্রসঙ্গ মনে করিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একহাত নিলেন টলিউডকে।
আরও পড়ুন: ঠাকুরপুকুর দুর্ঘটনায় নেই প্রতিবাদ! টলিউডের নীরবতাকে বিদ্রূপ ঝিলমের, বললেন, 'মোমবাতি তো দূর একটা…'
কুণাল ঘোষ এদিন তাঁর এই পোস্টে লেখেন, 'ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় বেপরোয়া অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়ে মানুষ মারা জানোয়ারগুলো, এখনও সবাই গ্রেপ্তার নয় কেন? যে চালাচ্ছিল, যে কটা মদ্যপ অসভ্য গাড়িতে ছিল, সবকটার গ্রেপ্তারি চাই। সাধারণ দুর্ঘটনা আর এই মাতাল হয়ে হুল্লোড় করে মানুষ মারা এক নয়।'
তিনি এদিন আরও প্রশ্ন তোলেন, 'টলিউডের বিপ্লবীরা উই ওয়ান্ট জাস্টিস বলে মোমবাতি হাতে নামছেন না কেন? আপনাদের ইন্ডাস্ট্রির মদ্যপ, খুনী বলে? সেই বিপ্লবী দাদা, দিদিমণিদের বিপ্লবী নাচ গান কোথায় গেল?'
প্রসঙ্গত একা কুণাল ঘোষ নন, এই একই সুর শোনা গিয়েছে ঝিলম গুপ্তের কথাতেও। তিনি এদিন একটি পোস্টে লেখেন, ‘শহরে কোন প্রতিবাদ মিছিল হলে টলিউডের অনেককেই মোমবাতি মিছিলে হাঁটতে দেখি। কাগজে তাদের ছবি বেরোয়। ঠাকুরপুকুর অ্যাক্সিডেন্টের ঘটনায় মোমবাতি তো দূর, কাউকে একটা সলতে জ্বালাতেও দেখলাম না।’
আরও পড়ুন: 'সেনগুপ্ত পরিবার'-এ নতুন বছরেই উঠবে ঝড়! সোনার বরকে গুলি করে খুন করবে দীপা, কেন?
প্রসঙ্গত, শনিবার রাতে শহরের এক অভিজাত পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, সান বাংলা চ্যানেলের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, এবং ইউটিউবার স্যান্ডি সাহা। এঁরা প্রত্যেকেই ‘ভিডিয়ো বৌদি’ ধারাবাহিকের ভালো রেটিংয়ের জন্য সেদিন সেলিব্রেশন করতে গিয়েছিলেন। তারপর তাঁরা ২টি আলাদা গাড়িতে ফিরছিলেন, তারমধ্যে একটি গাড়িই এই দুর্ঘটনা ঘটায়। অন্যদিকে আরিয়ান তাঁর নিজের গাড়িতে বাড়ি ফিরে যান। পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্তের গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ, স্যান্ডি এবং শ্রিয়া। যদিও স্যান্ডি সাহা দাবি করেন যে তিনি মাধরাস্তায় গাড়ি থেকে নেমে গিয়েছিলেন।
৳7,777 IPL 2025 Sports Bonus