কিছু দিনের মধ্যেই বড় পর্দায় পা রাখতে চলেছেন শ্রীদেবী-কন্যা অভিনেত্রী খুশি কাপুর। ছবি মুক্তির আগে জোর কদমে চলছে প্রচার। সে রকমই একটি প্রচার মূলক সাক্ষাৎকারে তিনি নোস জব এবং লিপ ফিলারের মতো কসমেটিক সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন।
কার্লি টেলসের একটি ভিডিয়োতে দেখা যাবে খুশিকে। তার আগে সোমবার ইনস্টাগ্রামে একটি প্রোমো শেয়ার করা হয়েছে কার্লি টেলসের পক্ষ থেকে। সেখানে তাঁকে নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ৫৬-এ পা দিলেন ববি দেওল! 'আমার লর্ড ববি…' ভাইয়ের জন্মদিনে সানির আদুরে পোস্ট
প্রোমোর একটি অংশে খুশিকে তাঁর বাড়ির সুইমিং পুল দেখাতে দেখা গিয়েছে। সেটি চার দিক থেকে ঘেরা ছিল। পুল কেন এমন ভাবে ঘেরা সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন বলেন, ‘আমাদের অনেক কুকুর আছে, মোট পাঁচটা। যখনই ওরা এখানে বেরিয়ে আসে, তখন এসেই প্রথমে পুলে ঝাঁপিয়ে পড়ে। তাই এই ব্যবস্থা।’ তাছাড়াও খুশি তাঁর ছোটবেলা সম্পর্কেও নানা কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি ছোটবেলায় খুব অ্যাটেশন সিকার ছিলেন। তখন তিনি সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইতেন।
আরও পড়ুন: বিয়েতেও আলিয়া সেজেছিলেন সব্যসাচীর পোশাকে, ‘আমাদের অনুপ্রেরণা…’, বাঙালি ডিজাইনারে মুগ্ধ রণবীর ঘরণী
এছাড়াও খুশি নোস জব ও লিপ ফিলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের স্বীকারোক্তি প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না এটা এত বড় ব্যাপার। আর আমার কাছে প্লাস্টিক সার্জারি শব্দটা আর পাঁচটা শব্দের মতো। এই বিষয়টা অনেকেই মনে করেন সবচেয়ে বড় অপমানের বিষয়। কিন্তু আমার তা মনে হয় না।’
তিনি আরও বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই লোকজন আমি কেমন এবং আমি কে, সে সম্পর্কে একটা ধারণা করে রেখে ছিলেন। এর বেশিরভাগই ছিল নেতিবাচক।’