চলছে কৌন বনেগা ক্রোড়পতি (KBC-15)। এবার অমিতাভের সামনে রয়েছেন প্রতিযোগী শবনম, সুরেশ এবং মানান। তাঁরাই একের পর এক কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এর আগে তাঁর 'অডিয়েন্স পোল'-এর সাহায্য নিয়ে সঠিক উত্তর দিয়েছেন। এবার তাঁরা খেলবেন ৩ লক্ষ ২০হাজার টাকা জেতার জন্য। আর সেখানেই Big B তাঁদের জিগ্গেস করনে জিতলে এই টাকা তাঁরা কী করবেন? উত্তরে সুরেশ জানান, তিনি এই টাকায় মেয়ের বিয়ে দেবেন, আর ছেলের পড়াশোনার জন্য খরচ করবেন। আর যদি টাকা বাঁচে তখন সেটা দিয়ে স্ত্রী শবনমকে নিয়ে ডেটে যাবেন।
বাবার কথা শুনে ছেলে সুরেশকে মজা করে বলেন, আসল বিষয়টা হল ডেটিং। এমন কথায় সকলেই হাসতে শুরু করেন। এরপরই সুরেশ অমিতাভকে প্রশ্ন করে বসেন, জয়া বচ্চনকে বিয়ে করার জন্য আপনি কী করেছিলেন? Big B উত্তর দেন, 'আমি আসলে কিছুই করিনি। আমরা একসঙ্গে কাজ করতাম, একদিন আমরা ঠিক করলাম, এবার বিয়ে করে নেওয়া যাক।'
আরও পড়ুন-বাঙালি পুরনো ক্লাসিক স্টাইলের পাঞ্জাবিই চাই! দীপাবলির পোশাক বানাতে অভিষেককে ডাকলেন সইফ
আরও পড়ুন-রাজনীতিতে আগ্রহ নেই! কয়লা পাচার, গরু পাচারে নাম জড়াক. ওমন জীবন চাই না: চিরঞ্জিৎ
এরপরই সুরেশের ছেলে মানান অমিতাভকে বলেন, তাঁর কোনও গার্লফ্রেন্ড নেই, তাই কিছু টিপস দিন। এরপরই আগের প্রতিযোগী মজা করে মানানকে বলেন, এই টিপস যেন তিনি তাঁর বাবার থেকে চান। এই শোয়েই মান্নানের বাবা অমিতাভের জন্য একটি কবিতা আবৃত্তি করে শোনান। আর এরপরই ১২ লক্ষ ৫০ হাজার টাকার জন্য খেলতে দেখা যাবে সুরেশ ও তাঁর পরিবারকে।