দেশজুড়ে ‘পাঠান’ জ্বরে কাবু দর্শক। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবি। বুধবার সকাল থেকে রমরমিয়ে ‘পাঠান’ ব্যবসা করলেও, বেজায় বিপাকে বাংলা ছবি। কারণ, দেশের যে যে প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পাবে, সেই সমস্ত প্রেক্ষাগৃহে অন্য কোনও ছবি চলবে না। মুম্বইয়ে বসে এই শর্তই রেখেছেন ‘পাঠান’ নির্মাতারা। ফলে হল মালিকদের কাছে কোণঠাসা হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত একাধিক বাংলা ছবি।
বাংলায় বাংলা ছবিরই জায়গা নেই! ‘পাঠান’ মুক্তির আগে সদ্য মুক্তিপ্রাপ্ত একাধিক বাংলা ছবি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে সবর হয়েছে টলিউড। বলিউড ছবি চলার নিয়ম নিয়ে ‘পাঠান’ মুক্তির আগে অর্থাৎ মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘কাবেরী অন্তর্ধান’। তবে এই পরিস্থিতিতে শুধুমাত্র তাঁর ছবি নয়, একাধিক বাংলা ছবি এবং বাংলা ছবির পরিস্থিতি নিয়ে মুখ খুললেন পরিচালক-অভিনেতা।
বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে ‘কাবেরী অন্তর্ধান’-এর জন্য হাউজফুল বোর্ড ঝুলেছে। কিন্তু অভিযোগ, 'পাঠান'-এর ডিস্ট্রিবিউটররা কৌশিক গঙ্গোপাধ্যায়কে জানিয়েছেন, যে সমস্ত সিঙ্গল স্ক্রিনে 'পাঠান' চলবে, সেখানে চালানো যাবে না আর কোনও বাংলা ছবি। এরপরই মঙ্গলবার টানা ১৯ মিনিট ফেসবুক লাইভে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। লাইভে একাধিক বিষয় নিয়ে কথা বলেন অভিনেতা-পরিচালক। আরও পড়ুন: বাংলায় বাংলা ছবিরই জায়গা নেই! বলিউড ছবি চলার নিয়ম নিয়ে সরব অভিনেতা সাহেব