চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তী। ৯ মে হাওড়ার রামরাজতলায় বসছে বিয়ের আসর। আর ১১ তারিখ রিসেপশন। ইতিমধ্যেই ফুলকি-র টিম বেশ গুছিয়ে আইবুড়ো ভাত খাইয়েছেন কৌশাম্বিকে। সে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই। আর এবার দিলেন ছবি জুটিতে
কৌশাম্বিকে দেখতে পাওয়া গেল হলুদ রঙের শাড়ি-তে। আর আদৃতের গায়ে নীল রঙের পঞ্জাবি। কৌশাম্বি সেজেছিলেন মুক্তোর সেটে। মেকআপের বাহুল্য নেই। কপালে ছোট্ট একটা কালো টিপ। কৌশাম্বির হাতে আবার দেখা গেল ছোট্ট একটা ফুলের তোড়া। তবে বিশেষ করে নজরে এল কৌশাম্বির মাথার শোলার মুকুটখানা। মনে করা হচ্ছে, আশীর্বাদের ছবি এই খানা। বিশেষ দিনের উদযাপনের জন্য আনা হয়েছিল কেকও।
আরও পড়ুন: ‘প্রথম কামড়েই…’! খপাত করে ধরেই নুসরত জাহান গোটাটা পুরে দিলেন মুখে, দেখুন ছবি
ছবির ক্যাপশনে কিছুই লেখেননি কৌশাম্বি। শুধু দিয়েছেন একটা রেড হার্ট ইমোজি। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে, একটা মিষ্টি মেয়ের সঙ্গে।’ দ্বিতীয়জন লিখলেন, ‘কী ভালো লাগছে দুজনকে একসঙ্গে। ভগবান তোমাদের মঙ্গল করুক।’ তৃতীয়জন লিখলেন, ‘দুজনকে কি ভালো লাগছে একসঙ্গে...সারাজীবন এইভাবে হাসিখুশি থেকো দুজনে… একে অপরকে ভালো রেখো’।
আরও পড়ুন: জন্মদিনে দোলনায় ঝুলে কাঞ্চন, গায়ে এলিয়ে শ্রীময়ী! পুরনো ছবি উস্কে দিল সম্পর্কের বয়স
এর আগেও বিয়ের পিঁড়িতে বসার কথা হয়েছিল আদৃত রায়ের। ২০২২ সালের ডিসেম্বর মাসে আদৃত-সুপ্রিয়ার বিয়ের পাকা কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পরিণতি পায়নি সেই সম্পর্ক। তবে এবার ভালোবাসার বাঁধনে মিঠাই-এর দুই তারকা। ধারাবাহিকে আদৃত ওরফে সিদ্ধার্থ মোদকের দিদির চরিত্রে ছিলেন কৌশাম্বি। তবে সেই দিদিকেই তিনি মন দিয়েছেন।
আরও পড়ুন: ‘ওটুকু সময় বাড়িতে একা…’! ডোনা নাচতে গেলে কী করে সৌরভ,জবাব অবাক করেছিল ঋতুপর্ণকে
তবে কৌশাম্বির আগের প্রেমিক কে ছিল তা স্পষ্ট নয়। শোনা যায়, ইন্ডাস্ট্রির বাইরের কারওর সঙ্গে নাকি তাঁর প্রেম ছিল। বর্তমান পত্রিকাকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে কৌশাম্বি জানিয়েছিলেন, ‘কিছুদিন হল ব্রেক আপ হয়ে গিয়েছে। এখন আমি হ্যাপিলি সিঙ্গল।’