রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যাতে প্রথম দিনে ইন্ডাস্ট্রির অনেকেই হাজির হয়েছিলেন। দেখা পাওয়া যায় কার্তিক আরিয়ানেরও। আর সেখানেই করিনা কাপুর ও সইফ আলি খানকে সামনে পেয়ে, তৈমুর আর জেহকে ভুলভুলাইয়া ৩ দেখানোর আর্জি রাখলেন কার্তিক আরিয়ান।
এই অনুষ্ঠান থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যাতে দেখা যায় কোনো একটা বিশেষ ব্যাপারে কথা হচ্ছে ৩জনের। আর সেই সময় করিনার চোখে-মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছিল, তিনি কোনো একটা বিষয় শুনেই চোখ গোলগোল করে কিছু বলছে। আসলে তখন কথা হচ্ছিল ভুল ভুলাইয়া নিয়ে। কার্তিক অনুরোধ করেন করিনাকে, তাঁর দুই ছেলেকে তাঁর হরর কমেডি দেখাতে। বলেন, ‘আরে তৈমুরকে অন্তত দেখাও…’
আরও পড়ুন: ফের মা হলেন কোয়েল, দাদা কবীর ভাই পেল না বোনু! ২য় সন্তানের মুখ কি দেখালেন রঞ্জিত-কন্যা
করিনা কাপুর খানই এর আগে প্রকাশ করেছিলেন যে, তৈমুর কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ২-এর একজন ভক্ত। সিনেমার প্রতি তাঁর বড় ছেলের ছেলের ভালোবাসার কথা বলতে গিয়ে, তিনি ২০২২ সালে শেয়ার করেছিলেন, ‘তৈমুর ভুল ভুলাইয়া ২ দেখেছিল এবং ওটা ওর খুব পছন্দও হয়। আর এটাই ছিল ওর প্রথম হিন্দি ছবি। সইফের সঙ্গে সিনেমা হলে গিয়েছিল ভুল ভুলাইয়া ২ দেখতে। আর খুব ভালোলেগে গিয়েছিল।’
আরও পড়ুন: জামিন পাওয়ার পরেও শুক্রবার গোটা রাত জেলে, শনিবার ফুল সোয়্যাগে বাইরে এলেন আল্লু! কী বললেন মিডিয়ায়
২০২২ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া ২ ছিল বড় হিট। অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, টাবু। বিশ্বব্যাপী ২৬০ কোটি টাকা আয় করে এই ছবিখানা।
আরও পড়ুন: জিতের জন্য লিখেও, ডিলিট স্বস্তিকার! এবার পমব্রত প্রাক্তনের জন্মদিনে লিখলেন, ‘নস্টালজিয়া থাকেই…’