Karisma Kapoor: 'ব্রাউনের জন্য বাংলা বলেছি, ধূমপান করি না, তবুও সিগারেট রোল করতে শিখেছি: করিশ্মা
1 মিনিটে পড়ুন Updated: 24 Feb 2023, 10:55 AM IST'বেশ কয়েকমাস ধরে এই চরিত্রটির জন্য আমি নিজেকে তৈরি করেছি। প্রথমেই আমি অভীক বড়ুয়ারর লেখা City of Death (২০১৬) উপন্যাসটা পড়েছি। এরপর বেশকিছু বিষয় শিখেছি, যেমন আমি বাংলা বলতে শিখেছি। সিগারেট কীভাবে রোল করতে হয় সেটা শিখেছি, যেহেতু আমি বাস্তবে ধূমপান করি না, তাই বিষয়টা আয়ত্ত করতে হয়েছে।’
ব্রাউন-এ করিশ্মা