Karishma Kapoor Net Worth: নেন ১৪ কোটির খোরপোশ ও একটি বাংলো, মোট কত সম্পত্তির মালিক করিনার বোন করিশ্মা? Updated: 25 Jun 2024, 08:43 PM IST Tulika Samadder Karishma Kapoor: কাপুর পরিবারের সুযোগ্য সন্তান করিশ্মা। যদিও বাস্তব জীবনে বহু ওঠাপড়ার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এনগেজমেন্ট ভেঙে যাওয়া থেকে স্বামীর হাতে মারধর খাওয়া, কিছুই বাদ ছিল না। তবে সেসব ছাপ ফেলতে পারেনি তাঁর সাফল্যে।