বলিউডের গসিপের সব খোরাক থাকে বেবোর কাছে। শুধু তাই নয়, তাঁর কিছু কথাও মাঝেমাঝে জন্ম দেয় নতুন নতুন গসিপের। নিশ্চয়ই বুঝে গিয়েছেন করিনা কাপুরের কথা হচ্ছে। রণধীর ও ববিতা কাপুরের মেয়ে করিনা। কাপুর পরিবারের নাম পিছনে থাকায় বরাবরই করিনা পেয়ে এসেছেন আলাদা আকর্ষণ। অভিনেত্রী হিসেবেও প্রমাণ করেছেন একাধিকবার। ফলত বলিউডের ‘মোস্ট টকড সেলেব্রিটি’-দের তালিকায় বরাবরই থাকে তাঁর নাম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেথানে করিনাকে একাধিক র্যাপিড ফায়ার প্রশ্ন করছেন ড্র্যাগ কুইন লুনা। যার মধ্যে একটির জবাবে বেবো জানান, তাঁর বাড়িতে ফ্রেম করা আছে নিক জোনাস, রণবীর সি-এর ছবি।
না দীপিকা, না প্রিয়াঙ্কা, কারও সঙ্গেই ভালো সম্পর্কে নেই করিনা। তাঁদের বরেদের ছবি অভিনেত্রীর বাড়ির দেওয়ালে, ভাবা যায়! আসলে এই র্যাপিড ফায়ারের মজা ছিল, ঠিক নয় ভুল জবাব দেবেন তিনি। দেখুন আর কী কী প্রশ্ন এসেছিল করিনার কাছে। আরও পড়ুন: ‘মা যোগিতা ১০০-র বেশি সিনেমা করেছে, লোক শুধু বাবার কথা বলে’, মিঠুন-পুত্র নমশি
এরপরের প্রশ্ন ছিল, করিনার বাড়ির ফ্রিজ খুললেই কী পাওয়া যাবে? যাতে সইফ-পত্নীর জবাব ‘বোটক্স’। তাঁর বায়োপিক হলে তাতে কে দেখতে যান প্রশ্নে করিনা জবাব দেন ‘অক্ষয় কুমার’। বলিউডের সবচেয়ে আকর্ষণীয় শাশুড়ি কে প্রশ্নে জবাব দেন, ‘নিশ্চিতভাবে অনিল কাপুর। এমনকী সুনীল শেট্টিও’। আরও পড়ুন: সারা মুখে বলিরেখা, চোখ ঢুকেছে কোটরে! জনের স্বাস্থ্য নিয়ে চিন্তায় অনুরাগীরা
সম্প্রতিই ডার্টি ম্যাগাজিনের জন্য করিনার করা লাস্যময়ী ফোটোশ্যুটের ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। হট অবতারে কাড়েন নেটপাড়ার ঘুম। একাংশের অবশ্য এই বিতর্কিত ম্যাগাজিনের জন্য বেবোর কাজ করা পছন্দ হয়নি একেবারেই।
বিতর্কিত টক শো ‘কফি উইথ করণ’-এরও অংশ ছিলেন এবারে করিনা। আসেন তুতো ভাই রণবীরের বউ আলিয়া ভাটের সঙ্গে। যদিও এবারে আর আগের সিজনগুলোর মতো বিতর্কিত কথা বলতে দেখা যায়নি তাঁকে। শুধু দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ উঠতেই তাঁর নাক কুঁচকানো নজর এড়ায়নি নেট-নাগরিকদের।
কাজের সূত্রে, করিনার শেষ রিলিজ ছিল জানে জান, যা আসে নেটফ্লিক্সে। ওটিটি-তে প্রথম কাজ করেন অভিনেত্রী পরিচালক সুজয় ঘোষের সঙ্গে। এই সিনেমায় আরও ছিলেন জয়দীপ আহালওয়াত ও বিজয় বর্মা। পরবর্তীতে বেবোকে দেখা যাবে হনসল মেহতার দ্য বাকিংহাম মার্ডারসে। এছাড়াও রিয়া কাপুর প্রযোজিত ছবিতে টাবু আর কৃতি শ্যাননের সঙ্গে করবেন স্ক্রিন শেয়ার। রোহিত শেট্টির সিংঘম এগেইন ছবিতেও কাজ করছেন করিনা।