মার্কিন যুক্তরাজ্যে প্রায় একমাস টানা লম্বা ছুটি কাটিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান। সঙ্গে ছিলেন স্বামী তথা অভিনেতা সইফ আলি খান এবং দুই ছেলে তৈমুর, জেহ। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়ে ছবি পোস্ট করেছেন তাঁরা।
পাপারৎজিদের ‘অল টাইম ফেবরিট’ স্টার কিড তৈমুর আলি খান। রাগ হোক কিংবা দুষ্টুমির বিষয়, তৈমুর কিন্তু বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। এ বার বড় ছেলে তৈমুরকে নিয়ে গর্বিত মা করিনা। নিজেকে বললেন 'প্রাউড মাম্মি'।
আরও পড়ুন: এ বার গানে কথার জাল বুনলেন জিৎ গঙ্গোপাধ্যায়, সুর-সঙ্গীতায়োজনেও এই সঙ্গীত পরিচালক
কী এমন করেছে তৈমুর?
খুব ছোট্ট বয়স থেকে পড়াশুনোর পাশাপাশি একাধিক কার্যকলাপ শিখছে তৈমুর। খেলাধূলা, বক্সিং এমনকি বিদেশ ভাষার প্রশিক্ষণ নিচ্ছে সে। সম্প্রতি স্প্যানিশ ক্লাস ৮ লেভেল উত্তীর্ণ করেছে এই খুদে। সেই ছেলের সার্টিফিকেট শেয়ার করে নিজেকে 'প্রাউড মাম্মি' বললেন বেবো। আরও বলেন, ‘আমার ছেলে স্প্যানিশ শিখছে এবং শিখতে খুব ভালোবাসে।’