বাংলা নিউজ > বায়োস্কোপ > Kal Ho Naa Ho-Karan Johar: কাল হো না হো ২০-তে পা দিতেই আবেগঘন হয়ে পোস্ট করণের, স্মৃতি হাতড়ে লিখলেন, 'বাবার শেষ ছবি...'
পরবর্তী খবর
Kal Ho Naa Ho-Karan Johar: কাল হো না হো ২০-তে পা দিতেই আবেগঘন হয়ে পোস্ট করণের, স্মৃতি হাতড়ে লিখলেন, 'বাবার শেষ ছবি...'
1 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 03:24 PM ISTSubhasmita Kanji
Kal Ho Naa Ho-Karan Johar: দেখতে দেখতে কাল হো না হো ছবির ২০ বছর পেরিয়ে গেল। ছবি দুই দশক পূর্ণ করতেই আবেগঘন পোস্ট লিখলেন করণ জোহর।
কাল হো না হো ২০-তে পা দিতেই আবেগঘন হয়ে পোস্ট করণের
করণ জোহরের প্রযোজক হিসেবে কেরিয়ারের অন্যতম সেরা ছবি কাল হো না হো। ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে এই ছবিটা যেন আজও নস্টালজিয়া। শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খান অভিনীত অনেকেরই বড় কাছের, পছন্দের ছবি। এমনকি অভিনেতাদের নিজেদের কেরিয়ারেরও অন্যতম সেরা ছবি বলা চলে। ত্রিকোণ প্রেম, বন্ধুত্ব, একে অন্যকে সম্মান, আর ভরপুর ইমোশন এবং ফিলিংসে ভরা এই ছবিটা দেখতে দেখতে ২০ বছর পার করে ফেলল। আর সেই বিশেষ উপলক্ষ্যে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট লিখলেন করণ জোহর।
কাল হো না হো নিয়ে কী পোস্ট করলেন করণ?
এটাই করণ জোহরের বাবা যশ জোহরের শেষ প্রযোজিত ছবি ছিল ধর্মা প্রোডাকশনের আন্ডারে। সেই কথা মনে করে এদিন করণ জানান যে ছবিটা তাঁর বড় কাছের। তিনি আজও এই ছবিটা দেখেন। বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালকের কথায়, 'এই ছবিটা যেন একটা ইমোশনাল জার্নি আমার জন্য, হয়তো আমাদের সবার জন্যই। এমন একটা গল্প সঙ্গে এই দুর্দান্ত স্টার কাস্ট সবটা মিলিয়েই যেন সেরা। এই ছবির ক্যামেরার সামনে এবং পিছনে থাকা সমস্ত কলাকুশলীদের কুর্নিশ এমন একটা ছবি বানানোর জন্য যা আজও সবার এত পছন্দের। ধর্মা পরিবারের অংশ হিসেবে আমার বাবার এটা শেষ ছবি ছিল। আমি আজও যতবার এই ছবিটা দেখি ততবার তাকে উপলব্ধ করতে পারি যেন। থ্যাংক ইউ বাবা আমাদের সব কিছুতে গাইড করার জন্য, যে গল্প বলা উচিত সেটা বলার জন্য। সঠিক পাশে থাকার জন্য। আমি তোমায় ভীষণ মিস করি।'