বলিউডের প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটর করণ জোহরের সঙ্গে নতুন করে আলাপ করানোর নিশ্চয় কিছুই নেই। এবার সেই করণই বেজায় চটেছেন। কিন্তু কার উপর চটেছেন করণ? হিন্দি ছবি 'শাদি কে ডিরেক্টর করণ অউর জোহর' নির্মাতাদের উপর বেজায় খাপ্পা তিনি। শুধু রেগে যাওয়াই নয়, সোজা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন করণ।
সিনেমার শিরোনামে অনুমতি ছাড়াই তাঁর নাম ব্যবহার করার কারণেই বেজায় চটেছেন করণ। ১৪ জুন, শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। তবে করণ ইতিমধ্যে ছবির মুক্তি স্থগিত করার আবেদন করেছেন। এই মামলাটি দায়ের করা হয়েছে ছবির প্রযোজক, ইন্ডিয়াপ্রাইড অ্যাডভাইজরি, সঞ্জয় সিং, লেখক ও পরিচালক বাবলু সিং-এর বিরুদ্ধে। এবিষয়ে করণের আইনজীবী পরাগ খান্দার জানিয়েছেন, ১৩ জুন মামলার শুনানি হবে।
করণ জোহরের অভিযোগ, ছবির শিরোনামে তাঁর নাম ব্যবহার করায় দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। সাধারণ দর্শকের মনে হতে পারে ছবিটির সঙ্গে তিনিও যুক্ত। আর তাই তিনি এমন ছবির বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছেন।