1 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2024, 10:21 AM ISTPriyanka Bose
Karan Johar Kids Birthday: পরিচালক করণ জোহর তাঁর যমজ দুই সন্তান যশ জোহর ও রুহি জোহরের জন্মদিন পালন করেছেন। জন্মদিনের পার্টিতে হাজির হন বহু বলি তারকা, আর তাঁদের ছেলেমেয়েরা।
মায় হিরু জোহরের সঙ্গে করণ
যমজ সন্তানের ‘ড্যাডা’ করণ জোহর। সদ্য সাত বছরে পা রেখেছে করণের যশ এবং রুহি। ঘটা করে ছেলেমেয়ের জন্মদিন পালন করেছেন করণ। সেই পার্টিতে আমন্ত্রিত ছিল ইন্ডাস্ট্রির একাধিক স্টার কিড। করণের যমজ সন্তানের বার্থ ডে পার্টির থিম ‘পার্পেল প্যাচ’। কিন্তু এই পার্টিতে একজন ব্যক্তি যিনি পার্পেল রঙের পোশাক পরতে নারাজ ছিলেন। তিনি আর কেউ নন, করণ জোহরের মা হিরু জোহর।
টইমস নাওয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে পরিচালক-প্রযোজক জানিয়েছেন, পার্পেল রঙের পোশাক পরে তিনি এবং তাঁর সন্তানেরা বেশ খুশি ছিলেন। কিন্তু তাঁর মা এই রঙের পোশাক দেখে সোজাসুজি না বলে দিয়েছিলেন। পরিষ্কার জানিয়েছিলেন, এই বয়সে বেগুনের মতো নিজেকে দেখাতে তাঁর কোনও ইচ্ছে নেই। আরও পড়ুন: নিমেষে Mr India 2-এর চিত্রনাট্য বানালো একাদশ ফেল রাঁধুনি! গল্প ফাঁস করলেন পরিচালক
নিজের মায়ের সম্পর্কে বলতে গিয়ে করণ জানিয়েছেন, তাঁর মা খুব আধুনিক মনোবিত্তির মানুষ। তিনি সবসময়ই জানেন কোনটা ভালো আর কোনটা মন্দ। সেটাকে মন থেকে মেনে নেন। কিন্তু একবার যদি তাঁর কিছু অপছন্দ হয়, তবে কোনও ভাবেই তিনি সেটাকে মানিয়ে নিতে পারেন না। এমনকী তিনি এটাও খেয়াল রাখেন, যশ এবং রুহিকে যেন খুব বেশি আদুর দিয়ে মাথায় না তুলে ফেলি। আরও পড়ুন: ১০ বছর পর একসঙ্গে কাজ করছেন সলমন-সাজিদ? প্রস্তুতি নিচ্ছেন কোন সিনেমার