করণ বলেন, ‘আমি নন্দিতাকে কয়েক দশক ধরে চিনি, আজকে র্যাম্পে হাঁটার অর্থ শুধু ফ্যাশন নয়, এটা আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা এবং অতীত থেকে এখনও পর্যন্ত বয়ে চলা একটা সুন্দর সম্পর্কের প্রতিচ্ছবি। আমি প্রথমবার র্যাম্পে হেঁটেছিলাম নন্দীর জন্য আর এবারও ওর জন্যই হাঁটলাম।’
ফ্যাশান দুনিয়ায় ২০ বছর পার করেছেন সেলিব্রিটি ডিজাইনার নন্দিতা মহতানি। সেই উপলক্ষেই তিনি মুম্বইতে একটা ফ্যাশান শোয়ের আয়োজন করেছিলেন। আর সেখানে show-stopper হয়ে হাজির করণ। KJO-কে এভাবে মডেল হয়ে র্যাম্পে হাঁটতে দেখে মুগ্ধ নেটপাড়া। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে করণের র্যাম্পে হাঁটার ভিডিয়ো।
নন্দিতার শোয়ে র্যাম্পে হাঁটার প্রসঙ্গে করণ বলেন, ‘আমি নন্দিতাকে কয়েক দশক ধরে চিনি, আজকে র্যাম্পে হাঁটার অর্থ শুধু ফ্যাশন নয়, এটা আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা এবং অতীত থেকে এখনও পর্যন্ত বয়ে চলা একটা সুন্দর সম্পর্কের প্রতিচ্ছবি। আমি প্রথমবার র্যাম্পে হেঁটেছিলাম নন্দীর জন্য আর এবারও ওর জন্যই হাঁটলাম।’