
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৮ বছর বয়সী আরব আমিরাতের বাসিন্দা তথা ভারতের কান্নুরের বংশোদ্ভূত সুচেতা সতীশ তৈরি করলেন নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। ৯ ঘণ্টার লম্বা কনসার্ট ফর ক্লাইমেট-এ তিনি ১৪০ টি ভাষায় গান গেয়ে এই রেকর্ড গড়েছেন। দুবাইয়ে ইউনাইটেড নেশনের কনফারেন্সে তিনি ১৪০টি ভাষায় গান গেয়েছেন। তৈরি করেছেন বিশ্ব রেকর্ড। পুনের গায়িকা মঞ্জুশ্রী ওক এর আগে ১২১ টি ভাষায় গান গেয়ে এই রেকর্ড গড়েছিলেন। সেটাই এবার সুচেতা ভাঙলেন।
সুচেতা এর আগে ২০২১ সালে ১২০ ভাষায় গান গেয়েছিলেন। এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙে সেটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এদিনের এই ইভেন্টটি গত ২৪ নভেম্বর দুবাইয়ের ইন্ডিয়ান কনস্যুলেট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে সিও অনুষ্ঠিত হয় দুবাইয়ের এক্সপো সিটিতে। এই অনুষ্ঠানটি ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলেছিল।
আরও পড়ুন: নাকে অক্সিজেনের নল, আধশোয়া হয়ে বিছানায় উরফি! কী হয়েছে সোশ্যাল মিডিয়ার তারকার?
সুচেতা সতীশ এই রেকর্ড গড়ে জানিয়েছেন তিনি ১৪৫ টি ভাষায় গান গাইতে জানলেও যেহেতু এই কনফারেন্সে ১৪০ টি দেশ অংশ নিয়েছে সেহেতু তিনি সেই কটা ভাষাতেই গান গেয়েছেন। বর্তমানে তিনি ফার্স্ট ইয়ারে পড়ছেন দুবাইয়ের একটি কলেজে। তিনি এই অনুষ্ঠান সম্পর্কে বলেন যে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কতটা আর কেমন হবে সেটা নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল সিওপি ২৮ এর আগে। তিনি এই ১৪০ গান পুরোটাই করেই গেয়েছেন, আর সব কটি গানের দৈর্ঘ্য অন্তত ৩ মিনিটের ছিল।
সুচেতা এই প্রসঙ্গে জানিয়েছেন বিভিন্ন ভাষায় গান শেখার তাঁর যে তাগিদ ছিল সেটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে তাঁকে সহজে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। তাঁর কথায়, 'কাঁটাতারের সীমানা পেরিয়ে যাক গান, এটাই আমার লক্ষ্য এবং এই বার্তাটাই সিওপি ২৮ দেওয়া হয়েছে। যাতে সবাই মিলে আবহাওয়া পরিবর্তনের যে প্রভাব সেটাকে কমাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports