বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana: 'ব্যক্তিত্ব লাগে বারণ করতে...' নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা, কঙ্গনার নিশানায় শাহরুখ-সলমনরা, কী হল হঠাৎ?
পরবর্তী খবর
Kangana: 'ব্যক্তিত্ব লাগে বারণ করতে...' নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা, কঙ্গনার নিশানায় শাহরুখ-সলমনরা, কী হল হঠাৎ?
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 07:28 PM ISTSubhasmita Kanji
Kangana Ranaut: সদ্যই অনুষ্ঠিত হল অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে একাধিক বলিউড তারকারা হাজির ছিলেন। এবার তাঁদের উদ্দেশ্যেই কটাক্ষের বাণ হানলেন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনার নিশানায় শাহরুখ-সলমনরা, কী হল হঠাৎ?
গত ১ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত ছিলেন একাধিক বলিউড তারকারা। গোটা পরিবার নিয়ে এসেছিলেন শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, আমির খান, সলমন খান, রাম চরণ প্রমুখরা। তাঁরা যে কেবল এসেছিলেন সেটাই নয়, তাঁরা রীতিমত পারফর্ম করেন। ক্যাটরিনা, শাহরুখ, সলমন, আমির, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন নাচ করেন। এবার সেই জন্যই তাঁদের রীতিমত তুলোধনা করলেন ক্যাটরিনা কাইফ। তবে সোজাসুজি কিছুই বলেননি। কিন্তু আকার ইঙ্গিতে সবটাই স্পষ্ট করেছেন।
লতা মঙ্গেশকর কখনই কোনও বিয়ে বাড়িতে গান গাইতে যেতেন না। তেমনই একটি পুরনো খবর এদিন কঙ্গনা শেয়ার করেন। সেখানে জানা যায় আশা ভোঁসলে জানিয়েছিলেন তাঁর দিদিকে একটি বিয়ে বাড়িতে গান গাওয়ার জন্য ১ মিলিয়ন টাকা অফার করা হয়। হ্যাঁ, মাত্র দুই ঘণ্টা গান শোনানোর জন্য এত টাকা। কিন্তু তবুও সেই অফার ফিরিয়েছিলেন লতা। জানিয়েছিলেন পাঁচ মিলিয়ন দিলেও তিনি যাবেন না কোনও বিয়ে বাড়িতে গান গাইতে। একই সঙ্গে এই বর্ষীয়ান গায়িকা জানান তাঁরা একাধিক হিট গান উপহার দিলেও, নাম ডাক খ্যাতি অর্জন করলেও তাঁরা দুই বোন কখনই কোনও বিয়ে বাড়িতে গান গাইতে যাননি।
কঙ্গনা রানাওয়াত এদিন এই খবর শেয়ার করে লেখেন, 'আমার অনেক খারাপ সময় গেছে, আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে। কিন্তু তাও কোনও বিয়ে বাড়ীতে গাইতে বা নাচতে যাইনি। অথচ আমার আর লতাজির দুজনের কাছেই একাধিক হিট গান আছে। কিন্তু যতই প্রলোভন দেখানো হোক কোনও বিয়ে বাড়ীতে নাচিনি। এটার জন্য একটা কঠিন ব্যক্তিত্বের প্রয়োজন হয়। টাকাকে না বলতে ধক লাগে।'
কেউ কেউ কঙ্গনাকে সমর্থন করেছেন। কেউ আবার তাঁকে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে যে কেবল বলিউড তারকারা হাজির ছিলেন সেটাই নয়, মার্ক জুকারবার্গ, প্রমুখের মতো ব্যবসায়ী, খেলোয়াড় সহ অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে দেখা যায়নি কঙ্গনা রানাওয়াতকে।