সোশ্যাল মিডিয়ায় বরাবরই ঠোঁটকাটা কঙ্গনা রানাওয়াত। রাজনীতিতে আসার আগে থেকেই দেশ-দুনিয়ার নানান বিষয়ে নিজের মতামত জাহির করতে কুন্ঠাবোধ করেননি বলিউডের কুইন। তাঁর বিতর্কিত টুইটের জেরে একাধিক এফআইআর দায়ের হয়েছে তাঁর নামে, তবুও পিছু হটেননি কঙ্গনা।
রাজনীতিতে আসার পরেও বদল নেই তাঁর। এবার তারকা সাংসদের নিশানায় প্যারিস অলিম্পিক ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ‘দ্য লাস্ট সাপারের নিন্দনীয় উপস্থাপনা’র কড়া সমালোচনা করেছেন গেরুয়া শিবিরের এই সাংসদ। শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা।
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সমালোচনা কঙ্গনার
অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘দ্য লাস্ট সাপার-এর আদলে তৈরি উপস্থাপনায় মাত্রাতিরিক্ত যৌনতা মাখানো হয়েছে, এই নিন্দনীয় অনুষ্ঠানে এক শিশুকে অন্তর্ভূক্ত করে প্যারিস অলিম্পিক তোপের মুখে পড়েছে। পারফরম্যান্স চলাকালীন ড্র্যাগ কুইনদের সাথে একটি শিশুকে যোগ দিতে দেখা যায়। এক নগ্ন ব্যক্তিকে নীল রঙ মাখিয়ে যিশু হিসাবে উপস্থাপিত করা হয়েছে এবং খ্রিস্টান ধর্মকে উপহাস করেছে। ২০২৪ সালের অলিম্পিককে পুরোপুরি হাইজ্যাক করে দিয়েছে বামেরা। লজ্জা লাগে’।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা
যিশু ও তাঁর বারোজন শিষ্যের নৈশভোজের ছবি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি, যা দ্য় লাস্ট সাপার নামে বিখ্যাত। সেই আদলেই ছিল উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা। অভিনেত্রী লিখেছেন, ‘প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে 'নগ্ন শরীরে রঙমাখা এক ব্যক্তিকে যিশু হিসাবে ফুটিয়ে তোলা হল! হে ভগবান।' আরেকটি ছবি শেয়ার করে কঙ্গনা বলেন, ‘২০২৪ অলিম্পিকের জন্য ফ্রান্স এভাবেই বিশ্বকে স্বাগত জানিয়েছে। আর এই ধরনের কাজের বার্তা কি?? শয়তানের জগতে স্বাগতম?? এটাই কি তারা দেখাতে চায়??’
কঙ্গনার সমকামী কটাক্ষ
তিনি ক্যাপশনে আরও লিখেছেন, ‘অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সবকিছুতেই সমকামিতার জয়গান, আমি সমকামিতার বিরুদ্ধে নই, কিন্তু অলিম্পিকের সঙ্গে যৌনতার সম্পর্ক আমার বোধগম্য নয়। কেন খেলাধুলা, খেলাধুলায় সকল জাতির অংশগ্রহণ মানবিক শ্রেষ্ঠত্ব দাবি করে যৌনতা দখল করে নেবে?? কেন যৌনতা আমাদের বেডরুমে থাকতে পারে না? কেন এটাকে জাতীয় পরিচয় দিতে হবে? এ তো অদ্ভুত!!’


অনুষ্ঠান নিয়ে বিতর্ক ও নিন্দার ঝড় বিশ্বজুড়ে। খ্রিস্ট ধর্মের অপমান করেছে অলিম্পিক কমিটি, এই অভিযোগ তোলপাড় নেটপাড়া। যিশু খ্রিস্টের 'দ্য লাস্ট সাপার'-এর আদলে তৈরি সেট, মারি আঁতোয়ানেতের শিরশ্ছেদ এবং ফিলিপ ক্যাটেরিনের ওয়াইনের দেবতা ডায়োনোসিসের চিত্রায়ন— এই সবগুলিই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। নেটিজেনদের অনেকেই এই অনুষ্ঠানটিকে ‘অসম্মানজনক’ এবং ‘সম্পূর্ণ আবর্জনা’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ১৯০০ ও ১৯২৪ সালের পর এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক্স আয়োজন করছে প্যারিস। ৪৭ জন মহিলা সহ ১১৭ জন ক্রীড়াবিদ এই ক্রীড়া প্রদর্শনীতে ভারতের প্রতিনিধিত্ব করছেন।