বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut: প্রথম সারির বহু অভিনেত্রী বিনামূল্য়েও ছবি করেন, আমিই একমাত্র অভিনেতাদের মতো পারিশ্রমিক পাই: কঙ্গনা
Kangana Ranaut: প্রথম সারির বহু অভিনেত্রী বিনামূল্য়েও ছবি করেন, আমিই একমাত্র অভিনেতাদের মতো পারিশ্রমিক পাই: কঙ্গনা
1 মিনিটে পড়ুন Updated: 31 May 2023, 11:30 AM ISTRanita Goswami
প্রিয়াঙ্কাকে সমর্থন করে কঙ্গনা লেখেন, 'এটা খুব সত্যি কথা যে আমার আগে মহিলারা শুধু এই পুরুষতান্ত্রিক নিয়মের কাছে নতি স্বীকার করে এসেছেন... ইন্ডাস্ট্রিতে বেতনের সমতার জন্য আমিই প্রথম লড়াই করেছিলাম এবং সবচেয়ে ঘৃণ্য জিনিসের মুখোমুখি হয়েছিলাম। সেসময় আমাকেও বিনামূল্যে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
কঙ্গনা রানাওয়াত
বলিউড থেকে হলিউড, অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক বিতর্ক বহু পুরনো। এনিয়ে বহুবার মুখ খুলেছেন বহু অভিনেত্রী। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তিনি বলেছেন বলিউডে ৬০টি ছবিতে কাজ করে ফেলার পরও অভিনেতাদের পারিশ্রমিকের মাত্র ১০ শতাংশই তাঁকে দেওয়া হত। প্রিয়াঙ্কার সেই ভিডিয়ো ক্লিপ শেয়ার করে ইনস্টাস্টোরিতে নিজের মতামত তুলে ধরছেন কঙ্গনা রানাওয়াত।
ঠিক কী বলেছেন কঙ্গনা?
প্রিয়াঙ্কাকে সমর্থন করে কঙ্গনা লেখেন, 'এটা খুব সত্যি কথা যে আমার আগে মহিলারা শুধু এই পুরুষতান্ত্রিক নিয়মের কাছে নতি স্বীকার করে এসেছেন... ইন্ডাস্ট্রিতে বেতনের সমতার জন্য আমিই প্রথম লড়াই করেছিলাম এবং সবচেয়ে ঘৃণ্য জিনিসের মুখোমুখি হয়েছিলাম। সেসময় আমাকেও বিনামূল্যে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তখন পারিশ্রমিকের বিষয়ে আমিই তখন উদ্যোগ নিয়ে কথা বলি... । আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বেশিরভাগ প্রথমসারির মহিলারা অন্যান্য সুবিধা পেলেও বিনামূল্যে ছবি করতে রাজি হয়েছেন, কারণ তাঁরা ভয় পেতেন যে ছবিটা বুঝি হাতছাড়া হয়ে যাবে। এখন আবার তাঁরাই দাবি করেন, যে তাঁরাই সবথেকে বেশি পারিশ্রমিক পান।