২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। সেই বছরই বাবা মা হন তাঁরা। শুরু থেকেই স্ত্রীয়ের যথেষ্ঠ যত্ন নেন কাঞ্চন। কিন্তু এবার শ্রীময়ী দাবি করলেন কাঞ্চন নাকি আর তাঁর যত্ন নিচ্ছেন না, তাই ঘটেছে এক বিপদ! ব্যাপারটা কী? কী এমন ঘটল? তবে কী তাঁদের মধ্যে কোনও ভাবে দূরত্ব তৈরি হয়েছে? হঠাৎ কেন এমন বললেন নায়িকা?
এটা কাঞ্চনের তৃতীয় বিয়ে, তাছাড়াও কাঞ্চনের থেকে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। তাই তাঁদের বিয়ে নিয়ে তাঁদের নানা কটাক্ষ শুনতে হয়েছিল। তবে সে সব কখনওই খুব একটা পাত্তা দেননি তাঁরা। বরাবরই খুল্লামখুল্লা প্রেম করেছেন তাঁরা। শুধু তাই নয় তাঁরা একে অপরকে যথেষ্ট যত্নও করেন। দু'জন মিলে বাড়ির কাজ থেকে রান্নার কাজ, পুজোর কাজ সবটা করেন। কিন্তু এই সব কিছুর মাঝে শ্রীময়ী হঠাৎ কেন এই দাবি করলেন? কী এমন ঘটল তাঁদের মধ্যে? তাহলে কি কোনও মান-অভিমানের পালা চলছে?
'মৃগয়া'র সাকসেস পার্টিতে শ্রীময়ী কাঞ্চনকে একসঙ্গে দেখা যায়। সেখানেই দেখা যায় শ্রীময়ীর আঙুলে চোট লেগেছে, আঙুলে ব্যান্ডেজ বাঁধা। এই প্রসঙ্গে নায়িকা নিজেই সিটি সিনেমাকে মজার ছলে বলেন, ‘হাতে চোট পেয়েছি, কাঞ্চন যত্ন নেয়নি বলে।’ এরপর কাঞ্চন মজার ছলে বলেন, ‘এখন যা হবে সব আমার দোষ হবে। কী বলব আর।’ তারপর কাঞ্চন বলেন, 'না তবে একটু হাতে চোট পেয়েছে।'
আরও পড়ুন: 'সংসার করতে চেয়েছিল…', কাশ্মিরার সঙ্গে সঞ্জয়ের বিন প্রসঙ্গে মুখ খুললেন সুনীল
কিন্তু কীভাবে হল হাতের এই অবস্থা?
শ্রীময়ী জানান হাতে উপর গাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। নায়িকার কথায়, ‘একজন সাইকেল নিয়ে যাচ্ছিলেন। আমি বুঝতে পারিনি উঠতে গিয়েছি গাড়িতে। তখনই গাড়ির পাল্লায় হাত পড়ে গিয়ে এই অবস্থা। কী করব? হাত থাকলে গিয়েছে, ঠিক আছে। এগুলোও একটা অভিজ্ঞতা।’