বাংলা নিউজ > বায়োস্কোপ > Kanchan-Sreemoyee-Krishvi: মেয়েকে কোলে নিয়ে New Year-এর ভিডিয়ো দিলেন কাঞ্চন-শ্রীময়ী, অবশেষে কৃষভির দেখা মিলল?
অপেক্ষা ছিলই, অবশেষে নববর্ষেই দেখা মিলল কাঞ্চন কন্যার। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ৩ মাসের মেয়ে কৃষভিকে নিয়েই সামনে এলেন কাঞ্চন শ্রীময়ী। সঙ্গে ছিলেন শ্রীময়ীর মাও। তবে তাঁদের মধ্যে ক্যামেরা ধরে ছিলেন কাঞ্চন মল্লিক, আর সোশ্যাল মিডিয়ার জন্য সকলে মিলে বলে উঠলেন Happy New Year।
শ্রীময়ী বললেন, ‘Happy New Year from Us, এখন ও, মানে কৃষভি ছোট বলতে পারছে না, তবে ও আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে। আর ২০২৫, নতুন বছর, নতুনভাবে শুরু হোক, সমস্ত অতীত ভুলে, যার যত খারাপ স্মৃতি ছিল, সেগুলো ফেলে দিন, আর নতুনভাবে খুব খুব ভালোভাবে, সুস্থ ভাবে নিউ ইয়ার সেলিব্রেট করুন।’ আর শ্রীময়ী যখন কথাগুলো বলছিলেন, তখন ছোট্ট কৃষভিকে তাঁর কোলেই দেখা গেল। গোলাপি রঙের শীতের পোশাক পরেছিল সে, মাথা ঢাকা ছিল গোলাপি রঙের উলের টুপিতে।