Kalki 2898 AD: ৫০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে কল্কি ২৮৯৮ এডি, শনিবার আসতেই বাড়ল আয়, ১০ দিনে কত ব্যবসা করল প্রভাসের ছবি?
2 মিনিটে পড়ুন Updated: 07 Jul 2024, 07:20 AM IST-
আরও পড়ুন: 'ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না...' হঠাৎ কেন এমন লিখলেন কঙ্গনা?
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকর সলমন, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।