Kajol-Tanishaa: বর্ষবরণের পার্টিতে আড্ডায়, হুল্লোড়ে, খুনসুটিতে মেতে উঠেছেন তানিশা এবং কাজল। খুনসুটিতে ভরা ছবি পোস্ট করলেন তানিশা।
কাজল-তানিশা
দিদি কাজলের পাশে থেকে ২০২২ সালটা শেষ করলেন তানিশা মুখোপাধ্যায়। কাজলের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তানিশা। ছবিতে দেখা গিয়েছে মজার ভঙ্গিতে একে অপরকে আলিঙ্গন করছেন, হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন দুজনে।
দিদির সঙ্গে মজার এই ছবি পোস্ট করে তানিশা লিখেছেন, ‘২০২৩ বাচ্চা! তুমি সবসময় আমার জেরির টম হয়ে থাকবে! তোমায় ভালোবাসা, কাজল।’ ছবিতে রয়্যাল ব্লু রঙের পোশাকে ধরা দিয়েছেন তানিশা। অন্যদিকে উজ্জ্বল বেইজ রঙের টপ, ব্রাউন প্যান্ট এবং স্নিকার্স পরে ধরা দেন কাজল। দুই বোনের খুনসুটিতে ভরপুর এই ছবি বেশ পছন্দ হয়েছে নেটিজেনের।