শুক্রবার সকালে নাগাদ কলকাতায় পা রাখলেন বলিউড অভিনেত্রী কাজল। আগেই খবর ছিল কলকাতায় আসছেন এই বলিউড অভিনেত্রী। জানা গিয়েছে, তাঁর পরবর্তী ছবির শ্যুটিং হবে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে। অভিনেতা রণিত রায়ের সঙ্গে শুক্রবার শহরে এলেন অভিনেত্রী।
এদিন সকালে বিমানবন্দরে ধরা দেন কাজল। আসন্ন 'মা' ছবির শ্যুটিং হবে বোলপুরে। বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসে কাজলের কলকাতা আসার কথা শোনা গিয়েছিল। কিন্তু সূত্রের খবর, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শ্যুটিং শিডিউল পিছিয়ে মার্চ করা হয়। নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া। ছবিটির প্রযোজনা করছেন খোদ অজয় দেবগনই। গত বছর এই ছবির জন্য নিজেই রেইকি সেরে গিয়েছিলেন অজয় দেবগন। আরও পড়ুন: নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন
অভিনেত্রী হিসেবে কাজলের বহুমুখী প্রতিভার আলাদা করে কোনও প্রমাণের প্রয়োজন নেই। ‘বাজিগর’ তাঁর জায়গা পাকা করেছে বলিউডে। ‘দ্য ট্রায়াল’ দিয়ে তার ওটিটি-তেও আত্মপ্রকাশ ৪৯ বছরের অভিনেত্রী। অজয় দেবগনের প্রযোজনায় এবং বিশাল ফুরিয়ার পরিচালনায় ভয়ের ছবি ‘মা’ নিয়েই বড়পর্দায় ফিরছেন তিনি। এই প্রথম কোনও ভৌতিক গল্পের অংশ হতে চলেছেন কাজল।