বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ভগবান রামকে নিয়ে ২১টি গান গেয়েছি, হিরে দেওয়া জ্যাকেট বানিয়েছি', রাম মন্দির উদ্বোধনের জন্য প্রস্তুত কৈলাশ খের!
পরবর্তী খবর
'ভগবান রামকে নিয়ে ২১টি গান গেয়েছি, হিরে দেওয়া জ্যাকেট বানিয়েছি', রাম মন্দির উদ্বোধনের জন্য প্রস্তুত কৈলাশ খের!
1 মিনিটে পড়ুন Updated: 20 Jan 2024, 06:58 AM ISTSubhasmita Kanji
Kailash Kher: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন কৈলাশ খের। জানালেন তার জন্য তিনি বিশেষ প্রস্তুতিও নিয়েছেন।
রাম মন্দির উদ্বোধনের জন্য প্রস্তুত কৈলাশ খের!
রাম মন্দিরের উদ্বোধনের আগে ভগবান রামেকে নিয়ে ইতিমধ্যেই ২১টি গান গেয়ে ফেলেছেন কৈলাশ খের। এবং তিনি রীতিমত উচ্ছ্বসিত ছিলেন রাম মন্দিরের উদ্বোধন নিয়ে। তারই ফাঁকে এই ৫০ বছর বয়সী পদ্মশ্রীর মুখোমুখি হয়েছিল হিন্দুস্তান টাইমস। কী কী জানালেন গায়ক?
ভগবান রামকে নিয়ে ২১ টি গান গেয়েছেন কৈলাশ খের!
ভগবান রামকে নিয়ে গাওয়া ২১টি গানের মধ্যে কৈলাশ খেরের নতুন গান দুটো হল রাম কা ধাম এবং হে রাম। রাম মন্দিরের উদ্বোধনের আগে প্রায় রোজই তাঁর ইউটিউব চ্যানেলে একটি করে গান প্রকাশ্যে আসছে রামকে নিয়ে। তিনি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি ম্যায় অটল হু ছবিটির জন্য রাম ধাম গানটি গেয়েছি। আমরা এখনও পর্যন্ত ৭-৮ গানটি প্রকাশ্যে এনেছি এবং আগামীতে আরও আসবে। অমৃতা ফডনভিসের সঙ্গে হাত মিলিয়েছি আমি হে রাম গানটির জন্য।'
আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। সেটার জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন কৈলাশ। তিনি সেই প্রসঙ্গে তুলে জানিয়েছেন, 'আমরা খালি রাম মন্দির নিয়ে এতদিন কল্পনাই করে গিয়েছি। এখন মনে হচ্ছে যে না দুনিয়া পাল্টাচ্ছে। যেই মুহুর্তে খবরটা ছড়াল যে আমি আমন্ত্রন পেয়েছি, ওমনি লোকজন আমায় ফোন করতে, মেসেজ পাঠাতে শুরু করে। আমার বাবা মা স্বর্গ থেকেই আজ নিশ্চয় খুব খুশি।'
এই বিশেষ দিনের জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছেন কৈলাশ খের। সেই বিষয়ে তিনি জানান, 'ডিজাইনাররা আমার জ্যাকেটে স্বরভস্কি এবং অ্যামেরিকান ডায়মন্ড দিয়ে জয় শ্রী রাম লিখে দিয়েছে। আমি ওটা ২১ না ২২ তারিখ পরব সেটা ভগবান রামই ঠিক করে দেবেন। আমার আরেকটি জ্যাকেটে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র এবং জয় শ্রী রাম লেখা আছে।'
কৈলাশ খের আদ্যোপান্ত ভাবে একজন ধার্মিক মানুষ। তিনি মনে করেন তাঁর এই মুম্বই আসা, সাফল্য পাওয়া, আজ তাঁর হয়ে ৫০টা মানুষের কাজ করা সবই ঘটছে ঈশ্বরের জন্য। তিনি কোন গান গাইবেন সেটাও নাকি ঈশ্বরই ঠিক করে দেন।