পর্দায় ফিরেছে 'অনিন্দ্য দা' আর 'জুন আন্টি' জুটি। এই মুহূর্তে স্টারজলসার 'রোশানাই'-এর শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তারই ফাঁকে বামপ্রার্থীদের সঙ্গে মিলে ভোটের প্রচারেও বের হতে দেখা যাচ্ছে ঊষসীকে। তবে শত ব্যস্ততার ফাঁকেও শরীরচর্চা, যোগাভ্যাস থেকে বিরতি নেননা পর্দার 'জুন আন্টি' ঊষসী।
মঙ্গলবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় হেডস্ট্যান্ডের ছবি পোস্ট করেছেন ঊষসী চক্রবর্তী। পরনে স্পোর্টস ব্রা আর যোগা প্যান্ট, যোগা ম্যাটের উপর হেডস্ট্যান্ড করতে দেখা যাচ্ছে ঊষসীকে। হাতের উপর মাথা রেখে পা উপরের দিকে করেছেন, এভাবেই গোটা শরীরকে উল্টো করে ধরেছেন অভিনেত্রী। যাকে বলে কিনা হেডস্ট্যান্ড। এটা দীর্ঘ অনুশীলনের ফলেই আয়ত্ত করা সম্ভব। ছবিটি পোস্ট করে অনুপ্রেরণামূলক ক্যাপশান দিয়েছেন অভিনেত্রী। ঊষসী লিখেছেন, ‘একবারে একটা পদক্ষেপ নিন ..... আপনি নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন।’