বড় পর্দায় কামব্যাক করার জন্য প্রস্তুত অভিনেত্রী নীতু কাপুর। সৌজন্যে ‘যুগ যুগ জিও’। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবানি। বন্ধু মণীশ মালহোত্রার সঙ্গে ‘যুগ যুগ জিও’র নতুন গান ‘দ্য পঞ্জাব্বান’-এ নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
‘দ্য পঞ্জাব্বান’ গানের হুক স্টেপে তাঁদের সঙ্গে কোমল দুলিয়েছেন নীতু কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানি। সেই নাচের ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেছেন কস্টিউম ডিজাইনার মণীশ মালহোত্রা। ভিডিয়োটি প্রযোজক করণ জোহরকে উৎসর্গ করেছেন। করণের ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
নেটমাধ্যমে ভিডিয়ো শেয়ার করে মণীশ লিখেছেন, ‘করণ এটা তোমার জন্য… শুক্রবার রাতে আমাদের পঞ্জাবনেদের সঙ্গে লাইভ’। ভিডিয়োতে মণীশ, ঋদ্ধিমা এবং নীতুকে কালো পোশাকে দেখা গিয়েছে। সঙ্গে তাঁদের দুই বন্ধুও রয়েছে। আরও পড়ুন: কিয়ারার সঙ্গে রোম্যান্স বরুণের, মুক্তি পেল ‘যুগ যুগ জিও’র নতুন গান 'রঙ্গিসারি'