অভিনেত্রী নেহা পেন্ডসের বাড়ি থেকে ৬ লক্ষ টাকার গয়না চুরি, ঘটনায় নেহার বাড়ির পরিচারককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, নেহার বান্দ্রার ফ্ল্যাটের ২৩ তলায় এই চুরির ঘটনা ঘটে। আর এই ঘটনায় FIR দায়ের করেন নেহার স্বামী শার্দুল সিং বায়াসের গাড়ির চালক রত্নেশ ঝা। পুলিস সূত্রে খবর নেহার বাড়িতে চুরির ঘটনা ঘটে গত ২৮ ডিসেম্বর, ২০২৩।
নেহার স্বামীর ড্রাইভার রত্নেশ ঝা জানান, শার্দুল সিং বায়াস তাঁকে জানান, চার বছর আগে বিয়ের উপহার হিসাবে একটা সোনার ব্রেসলেট ও হীরের আংটি তিনি খুঁজে পাচ্ছেন না। যেটা নেহার স্বামী সাধারণত বাইরে গেলে পরতেন। একদিন বাইরে থেকে ফিরে বাড়ির পরিচারক সুমিত কুমার সোলাঙ্কিকে তিনি সেগুলি রাখতে বলেছিলেন। ওই পরিচারক সেগুলি ঘরের আলমারিতে রেখে দেন।
আরও পড়ুন-স্বামী-স্ত্রী হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ হলেন নূপুর-ইরা, মেয়ের বিয়েতে কিরণের সঙ্গে নাচলেন আমির
আরও পড়ুন-মনোজের সঙ্গে হাত মিলিয়েছেন, গুরুতর অপরাধের সঙ্গী কঙ্কনা! কিলার স্যুপে ঠিক কী ঘটেছে?
জানা যাচ্ছে সুমিত কুমার সোলাঙ্কি নামে ওই পরিচারক বাড়ির বিভিন্ন কাজ করেন। অন্যান্য পরিচারকদের সঙ্গে তিনি বাড়িতেই থাকেন। গয়না চুরি যাওয়ার পর নেহার স্বামী একদিন বাইরে বের হওয়ার সময় ওই ব্রেসলেট ও আংটি পরতে গেলে সেগুলি তিনি আলমারিতে খুঁজে পাননি। বাড়ির পরিচারকদের কাছে খোঁজখবর নেওয়া হলেও সেগুলি পাওয়া যায়নি। তবে সেদিন সুমিত কুমার সোলাঙ্কি নামে ওই পরিচারক বাড়িতে ছিলেন না, যাঁকে গয়নাগুলি রাখতে দেওয়া হয়েছিল। তাঁকে ফোন করলে জানা যায় তিনি এবং কোলাবায় এক আত্মীয়র বাড়িতে রয়েছেন। আর এরপরই নেহার স্বামীর ড্রাইভারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরিচারক সুমিত কুমার সোলাঙ্কিতে গ্রেফতার করা হয়। যদিও গয়না উদ্ধার করা যায়নি।