এই মুহূর্তে জি বাংলার সবথেকে চর্চিত ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকে জিতু কমল এবং দিতিপ্রিয়ার অসাধারণ কেমিস্ট্রি বারবার মুগ্ধ করছে সকলকে। কিন্তু এর মধ্যেই পর্দার অপু- আর্যর একটি রোমান্টিক ছবি নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
সিরিয়ালের প্রচারের জন্যই কিছু ছবি পোস্ট করেছিলেন জিতু। সঙ্গে ছিল মানানসই ক্যাপশন। কিন্তু সবটাই প্রচারের উদ্দেশ্যে করা হলেও সাধারণ মানুষ সেটা বুঝতে পারেননি। ফলে তৈরি হয়েছে বিতর্ক। এই পোষ্ট ঘিরে নানা কটু কথা শুনতে হয় অভিনেত্রীকে, যার ফলে তিনিও বেজায় বিরক্ত হন। এবার এই বিষয় নিয়েই সকলের সামনে সরাসরি কথা বললেন জিতু কমল।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জিতু বলেন, ‘আমরা খুব ভালো কাজ করার চেষ্টা করছি। একসঙ্গে কাজও করছি। তবে একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যা হওয়া উচিত নয়। আমার সহ অভিনেত্রীর সঙ্গে আমার গন্ডগোল বা মনোমালিন্য কোনটাই হয়নি। দিতিপ্রিয়া ভীষণ গুণী একজন মেয়ে, খুব ভালো মানুষ।’
জিতু বলেন, ‘ওর সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো। আমার থেকে ও অনেকটাই ছোট। তবে ওর সঙ্গে কাজ করে আমি একটা কমফোর্ট জোন পাই, যা সকলের সঙ্গে হয় না। আমি কাজ করতে ভালোবাসি এবং কাজে থাকতে ভালবাসি। আমার ব্যক্তিগত জীবনে ছায়া আমি সোশ্যাল মিডিয়ায় ফেলতে দিই না। কিছু পোস্ট করতে ইচ্ছা করে তাই পোস্ট করি এর বাইরে আর কিছু নয়।’
শাহরুখ খানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার শাহরুখ খানকে ভীষণ ভালো লাগে। ওঁকে আমি ভীষণ শ্রদ্ধা করি। শাহরুখ যেভাবে একটি মেয়েকে সম্মান করেন, সেটা সত্যি শিক্ষনীয়। সেই আদর্শই মেনে চলার চেষ্টা করি আমি। আমি ভীষণ পজেটিভ একটা মানুষ। এমন কিছু রটাই না যা নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে।’
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
দিতিপ্রিয়াকে নিয়ে জিতু আরও বলেন, ‘অপর্ণার চরিত্রের বাইরে ও একজন মানুষ। একজন ২২-২৩ বছরের শিক্ষিতা মেয়ে। ওর কাজের প্রতি যে খিদে রয়েছে তা সকলকে উৎসাহ দিতে সাহায্য করে। এই ব্যাপারটা ওরও ভীষণ খারাপ লেগেছে। তাই দয়া করে গুঞ্জন ছাড়াবেন না।’
জিতু এই পোস্ট করার পরেই চ্যানেলের পেজ থেকে একসঙ্গে ফেসবুক লাইভে আসেন জিতু কমল এবং দিতিপ্রিয়া। প্রাথমিকভাবে ধারাবাহিকের একটি বিশেষ পর্ব নিয়ে কথা বলার পর জিতু দিতিপ্রিয়ার সঙ্গে যেভাবে খুনসুটিতে মেতে উঠেন, তা দেখে স্পষ্ট হয়ে যায় যে এই তারকা জুটির মধ্যে এখন সবকিছুই ভীষণ স্বাভাবিক।