বক্স অফিসে এখনও এক সপ্তাহ পার করেনি ‘জওয়ান’। বিশ্বজুড়ে জারি রয়েছে শাহরুখ ম্যাজিক। প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। রাতের ঘুম বিসর্জন নিয়ে ভক্তরা হল ভরাচ্ছেন। মাত্র ৫ দিনেই বিশ্ব বক্স অফিসে ৫৭৪ কোটি টাকার ব্যবসা হেঁকেছে শাহরুখ খানের এই ছবি। প্রকৃত অর্থেই ‘মাস হিরো’ এসআরকে। ২০২৩ সালটা দুর্দান্ত কাটছে শাহরুখের, তিনি দেখিয়ে দিয়েছেন- ‘এভাবেও ফিরে আসা যায়’। ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে মাত্র ৫ দিনে দেশের বক্স অফিসে ৩০০ কোটি পার করেছে অ্যাটলির এই ছবি। থিয়েটারে কমপক্ষে সপ্তাহ দু-য়েক জওয়ান ঝড় জারি থাকবে। শাহরুখের সুবাদে দু-হাতে লক্ষ্মী লাভ করছেন হলমালিক, ডিস্ট্রিবিউটাররা। সিঙ্গল স্ক্রিনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এর মাঝেই মোটা অঙ্কের টাকায় বিক্রি হয়ে গেল ‘জওয়ান’-এর ওটিটি স্বস্ত্ব। আরও পড়ুন-পাঠান, গদর ২-ডাহা ফেল! ৫ দিনেই ৩০০ কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’, বিশ্বে আয় কত?