
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জওয়ান মুক্তি পাওয়ার পর থেকেই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে। শাহরুখের ছবি যেন নিজেই নিজের রেকর্ড ভাঙার পণ করে বসে আছে! ইতিমধ্যেই সব থেকে দ্রুত ৩৫০ কোটি টপকে যাওয়ার রেকর্ড গড়ে ফেলেছে জওয়ান। অন্যদিকে বিশ্বজুড়ে সব হিন্দির ছবির মধ্যে সবার আগে ৫০০ কোটির গণ্ডি টপকেছে। কিন্তু প্রথম বুধবার গদর ২ ছবির কাছে হার মানতে হল জওয়ানকে।
সপ্তাহের শেষ হোক বা শুরু বক্স অফিসে জাঁকিয়ে বসেছে জওয়ান। ব্যবসাও করছে জমিয়ে। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে ছবিটি ৩৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেল। সপ্তম দিন অর্থাৎ বুধবার, ১৩ সেপ্টেম্বর এই ছবিটি বক্স অফিসে ২৩.৩ কোটি টাকা আয় করেছে। যা সপ্তাহের মাঝের দিনের ব্যবসা হিসেবে মোটেও খারাপ নয়। কিন্তু দুঃখের বিষয় এই যে এটা কিন্তু এদিন অর্থাৎ প্রথম বুধবারের ব্যবসার নিরিখে গদর ২ -কে হারাতে পারল না। প্রথম বুধবার সানি দেওল অভিনীত গদর ২ ৩২ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে এক আধদিন তো এমন যেতেই পারে! তাই না? মোটের উপর জওয়ান যে বক্স অফিসে আরও একবার সুনামি নিয়ে এসছে সেটা বলাই যায়। গোটা দেশ এখন জওয়ান জ্বরে আক্রান্ত। জওয়ানের গান থেকে ডায়লগ সবই এখন চর্চায়, থুড়ি ট্রেন্ডিংয়ে।
প্রথম দিন ৭৫ কোটি টাকা
দ্বিতীয় দিন ৫৩.২৩ কোটি টাকা
তৃতীয় দিন ৭৭.৮৩ কোটি টাকা
চতুর্থ দিন ৮০.০১ কোটি টাকা
আরও পড়ুন: জওয়ানে আছেন ঋতাভরী! পর্দায় দেখা না গেলেও এই কাজে যুক্ত ছিলেন অভিনেত্রী
আরও পড়ুন: মুখে ব্যান্ডেজ বেঁধে জওয়ান ক্রেজে সামিল এই খুদেও, ভক্তের কাণ্ড দেখে কী উত্তর দিলেন শাহরুখ?
পঞ্চম দিন ৩২.৯২ কোটি টাকা
ষষ্ঠ দিন ২৬ কোটি টাকা
সপ্তম দিন ২৩.৩ কোটি টাকা
অর্থাৎ এই সাতদিনে বা প্রথম সপ্তাহে ছবিটি মোট ৩৬৮.৩৮ কোটি টাকা আয় করেছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই এই ছবি ৬০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে।
প্রসঙ্গত এই ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। অন্যান্য চরিত্রে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ আছেন। অ্যাটলির এই ছবিতে বিশেষ চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports