মাস ঘুরতে না ঘুরতেই অনেকটাই কমে গিয়েছিল জওয়ান ছবির আয়। কিন্তু সেটা যেন আবার নতুন করে জীবন ফিরে পেল। জাতীয় চলচ্চিত্র দিবসের দিন শাহরুখ খানের এই ছবি ব্যাপক ব্যবসা তো করেছেই সঙ্গে ভেঙেছে একাধিক রেকর্ড।
জওয়ানের আয়
বিগত কয়েকদিন ধরে জওয়ান লাগাতার ৭০ থেকে ৮০ লাখ টাকা আয় করছিল। কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবসের দিন একলাফে এই ছবির আজ অনেকটাই বাড়ল। যেন নতুন করে জীবন ফিরে পেল এই ছবি। জাতীয় চলচ্চিত্র দিবসে ৫ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। ফলে ভারতীয় বক্স অফিসে জওয়ানের মোট আয় গিয়ে দাঁড়াল ৬৩২.২৪ কোটি টাকায়। অ্যাটলি পরিচালিত এই ছবির আয়ু যে এখনই ফুরিয়ে যায়নি সেটা স্পষ্ট।
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে এদিন একাধিক মাল্টিপ্লেক্সে ৯৯ টাকাতেও টিকিট বিক্রি হয়েছে। আর সেটার জন্যই এদিন বেশ ভালো ব্যবসা করেছে জওয়ান। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে জানানো হয়েছে এটা ভারতীয় ছবির ইতিহাসে প্রথম হিন্দি ছবি যা গোটা বিশ্বজুড়ে ১১২৫ কোটি টাকা আয় করল।
আরও পড়ুন: স্ক্রিপ্ট পেলেও ছবিতে না দেবের! জিতের সঙ্গে কাজ করতে কোথায় আটকাচ্ছে 'বাঘা যতীন'-এর?
আরও পড়ুন: একমুখ দাড়ি নিয়ে নরখাদকের মতো মাংস খাচ্ছেন জিতু! জিতের 'মানুষ'-এ লুকিয়ে ভরপুর রহস্যের হাতছানি