৭ সেপ্টেম্বর জওয়ান হলে আসার পর দেখতে দেখতে ১৪ দিন পার। শাহরুখ খানের অ্যাকশন ফিল্ম নিয়ে দর্শকদের উন্মাদনা যেন কমার নামই নিচ্ছে না। কিং খান বুঝিয়ে দিয়েছেন ৫৭ পেরিয়েও তিনিই কেন বলিউডের বাদশা। যে ক্রেজ ধরে রাখতে পারছেন না আমির, সলমনরা, তা অনায়াসে করে দেখাচ্ছেন শাহরুখ।
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে ১৪ নম্বর দিন অর্থাৎ দ্বিতিয় সন্পাহের বুধবারে এসে ছবির আয় হয়েছে মাত্র যা এত কোটি। যা এতদিনে সর্বনিম্ন। স্বভাতই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার জও.য়ান গ্রেফ নিম্নমুখী হবে। কারণ এই সিনেমা খাতা খুলেছিল ৭০ কোটি দিয়ে। যা যে কোনও বলিউডের ইতিহাসে এই প্রথম।
জওয়ান বক্স অফিস:
৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর শুভ দিনে মুক্তি পেয়েছিল করকি অউর রানি কি প্রেম কাহানি। এরপর ১৩ দিন পার। প্রথম সপ্তাহান্তে জওয়ানের রোজগার ছিল ৩৮৯.৮৮ কোটি। এর মধ্যে হিন্দিতে ছবি ঘরে তোলে ৩৪৭ কোটি। বাদবাকি তামিল-এ ২৩ আর তেলুদু-তে ১৮। জওয়ানের দ্বিতীয় সপ্তাহে এসে আয় গড়ে দাঁড়াচ্ছে ১২-১৩ কোটি। শুক্রবার ছিল ১৯ কোটি, শনিবার- ৩১.০৮, রবিবার-৩৬.৮৫, সোমবার-১৬.২৫, মঙ্গলবার-১৪.৪, বুধবার-।১০.০। আর সব মিলিয়ে তিনটি ভাষা মিলিয়ে ছবির আয় গিয়ে দাড়াল ‘৫১৮.২৮ কোটিতে।’
তবে ইউকে, ইউএসএ, দুবাই, বাংলাদেশেও কিন্তু বেশ মোটা অঙ্কে ব্যবসা করছে জওয়ান। গতকালই ঢুকে গিয়েছে ৯০০ কোটিতে। আরও পড়ুন: ‘যে পুরুষের প্রেমে পড়েছিলাম, সে আমার পারিবারিক বন্ধু’, ভালোবাসা নিয়ে অকপট করণ