কফি উইথ করণ সিজন ৮ যে তারকারাই আসেন না কেন তাঁদের হাঁড়ির একাধিক খবর এখানে ফাঁস হয়ে যায়। এবার সেটার অন্যথা হল না জাহ্নবী কাপুরের। তিনি এই জনপ্রিয় টক শোয়ের সাম্প্রতিকতম পর্বে এসেছিলেন অতিথি হিসেবে। সঙ্গে ছিলেন তাঁর বোন খুশি কাপুর। করণের এই শোয়ের ব্যাপিড ফায়ার রাউন্ডে জাহ্নবী কাপুর একটি প্রশ্নের এমন একটা উত্তর দেন যা শুনে হতচকিত হয়ে যান সকলেই।
কফি উইথ করণে জাহ্নবী
এদিন কফির আড্ডায় করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন যে তিনি কি কোনও ফ্লার্টি মেসেজ পেয়েছেন? এটার উত্তরে অভিনেত্রী যা বলেন সেটা শুনে বাক্যহারা হয়ে যান করণ। কিন্তু কী বলেছিলেন তিনি? অভিনেত্রী সঞ্চালকের প্রশ্ন শুনে বলেন 'আমার মনে হয় আমি যা বলব সেটা শুনে তুমি চিৎকার করবে। একবার এক অভিনেতা আমায় মেসেজ করে বলেছিল আমি কি আপনার সব বিউটি স্পট দেখতে পারি?' এটা শুনে প্রথমে হতবাক হয়ে গেলেও পরে মজা করেন জাহ্নবী। পরিচালক-প্রযোজক তাঁকে জিজ্ঞেস করেন যে আপনার কতগুলো সুন্দর জায়গা আছে?
আরও পড়ুন: 'নারী হওয়া একটা বিষ্ময়কর ব্যাপার', মা হওয়ার পর ১৬ মাস লাগল সোনমের আগের চেহারায় ফিরতে!
আরও পড়ুন: আতঙ্কবাদীদের 'খেল শেষ করতে' আসছেন সিদ্ধার্থ-শিল্পারা, প্রকাশ্যে অ্যাকশনে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার