জাহ্নবী কাপুরের নতুন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। বর্তমানে তাঁরা দুজনেই জমিয়ে প্রচার সারছেন এই ছবির। কিছুদিন আগে দিল্লিতেও গিয়েছিলেন তাঁরা ছবির প্রচারে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার যা নজর কেড়েছে দর্শকদের। তার মধ্যেই রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রীর একটি সাক্ষাৎকারের ক্লিপ যেখানে তিনি বলছেন মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে একটি বিতর্ক শুনতে পেলে মন্দ হতো না।
আরও পড়ুন: ৩০ বছরে প্রথম, কানের প্রতিযোগিতা বিভাগে অংশ নিল কোনও ভারতীয় ছবি! ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেল অল উই ইমাজিন
গান্ধী এবং আম্বেদকরকে নিয়ে কী বলেছেন জাহ্নবী?
লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীদেবী কন্যা বলেন, 'আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে একটা ডিবেট হলে সেটা দারুণ হতো। তাঁরা কী ভাবতেন, কী সমর্থন করতেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের ভাবনা কীভাবে কেন বদলাত একটি নির্দিষ্ট টপিককে কেন্দ্র করে সেটা জানতে পারলে ভালো হতো। বা তাঁরা একে অন্যকে কীভাবে প্রভাবিত করতেন সেটাও। তাঁরা দুজনেই আমাদের সমাজকে ভীষণভাবে সাহায্য করেছেন। তাই ওঁরা কী ভাবতেন সেটা জানতে পারলে দারুণ একটা বিষয় হতো।'
আরও পড়ুন: 'আমি ওঁকে খারাপ ভাবে ছুঁতাম নাকি?' সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে অস্বস্তিতে পড়েছিলেন জ্যাসন! কেন?
আরও পড়ুন: 'দারুণভাবে স্টান্ট করেছেন' প্রথম অ্যাকশন ছবিতেই বাজিমাত করেছেন কাজল! প্রভু দেবার সঙ্গে রসায়ন নিয়ে কী বললেন পরিচালক?
তিনি এদিন আরও বলেন, 'আম্বেদকর কী চাইতেন বা তাঁর ভাবনা কী সেটা প্রথম থেকেই খুব স্পষ্ট ছিল। কিন্তু গান্ধীজির মতামত সময় সময় অনেক বদলেছে। তাই অন্য কারও ভাবনা থেকে সেগুলো জানার বদলে তাঁর থেকে সোজাসুজি জানতে পারলে ভালো হতো।'
আরও পড়ুন: বিকৃত পোস্টে লাগাতার কটাক্ষ, ক্ষেপে গিয়ে কার উদ্দেশ্যে শ্রীলেখা লিখলেন, ‘হ্যাঁ একসঙ্গে পাঁচজনকে লাগে…’
আরও পড়ুন: পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে মাতবে সা রে গা মা পা -র মঞ্চ, প্রকাশ্যে আবিরের শোয়ের দিনক্ষণ, কবে আসছে?
মিস্টার অ্যান্ড মিসেস মাহি প্রসঙ্গে
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। শরণ শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন। আগামী ৩১ মে আসছে এই ছবিটি। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ, প্রমুখ।