আম্বানিদের গণেশ পুজো, হাজির ছিল গোটা বলিউড। কে না ছিলেন না সেখানে! পুজোর কয়েকদিন সেজেগুলে সেখানে গিয়ে ক্যামেরার সামনে পোস্ট দিয়েছেন বহু তারকা। অ্যান্তেলিয়ায় ছিল বিশাল আয়োজন। শুধু পুজো নয়, বিসর্জনেও ছিল ঘটা। অ্যান্তেলিয়া থেকে শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন করা হয়। আর সেই বিসর্জনেই দেখা গেল জাহ্নবী কাপুরকে। এক্কেবারে অন্য মেজাজে।
আম্বানিদের গণেশ পুজোয় প্রতিমা বিসর্জনের সময় ‘ভাসান ডান্স’ করলেন জাহ্নবী কাপুর। শুধু জাহ্নবীই নয়, বিসর্জনের শ্রীদেবী কন্যার পাশে দেখা গেল তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জাহ্নবীর 'ভাসান ডান্স'-এর ভিডিয়ো। আজকাল প্রায়ই শিখরের সঙ্গে দেখা যাচ্ছে জাহ্নবীকে। কিছুদিন আগে তিরুপতি মন্দিরে পুজো দিতেও গিয়েছিলেন তাঁরা। বি-টাউনে শোনা যাচ্ছে, শিখরের সঙ্গেই নাকি আংটি বদল সেরে ফেলেছেন জাহ্নবী। বিসর্জনের ভিডিয়োতে শিখরের সঙ্গে বেশ স্বচ্ছন্দ্যেই দেখা গেল জাহ্নবীকে।
আরও পড়ুন-রাঘব-পরিণীতির বিয়ে, কী হতে চলেছে দম্পতির ভবিষ্যৎ, জানাচ্ছেন খ্যতনামা জ্যোতিষী
আরও পড়ুন-'জওয়ান'-এ নয়নতারার গুরুত্ব কম, স্ক্রিনটাইমও কম! অভিযোগে মুখ খুললেন শাহরুখ
আরো পড়ুন-'সেলিম খানও তোমার মাকে অত্যাচার করতেন, তুমিও শিখেছ', সলমনকে আক্রমণ করে, এখন সোমি বলছেন…