নেলসন দিলীপকুমারের ক্রাইম ড্রামা ‘জেলর’ হিট হওয়ার পর সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন রজনীকান্ত। আর ছবি হিট হতেই পেয়ে গেলেন একটি অত্যন্ত দামি উপহার। এই দক্ষিণী অভিনেতাকে দামি গাড়ি উপহার দিলেন তাঁর ছবির প্রযোজক। ‘জেলর’ বিশ্বব্যপী ৬০০ কোটি আয় করতেই রজনীকান্তের বাড়িতে দামি গাড়ি নিয়ে হাজির হলেন প্রযোজক কালানিধি মারান।
একজন শীর্ষস্থানীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে কালনিধি আর রজনীকান্ত হেঁটে আসছেন পাশাপাশি। এরপর একটু এগিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ির দিকে ইশারা করেন তিনি। যা দেখে অবাক হয়ে যান রজনীকান্ত। তিনি না বললেও, জোর করেই রজনীকান্তের হাতে গুঁজে দেওয়া হয় চাবি। গাড়ির ভিতর বসে দেখেন দক্ষিণের এই সুপারস্টার। হাত জোর করে নমস্কার ও ধন্যবাদও জানান প্রযোককে। এই সময় নিজস্ব স্টাইলে সাদা রঙের পঞ্জাবিতেই দেখা গেল রজনীকান্তকে। আরও পড়ুন: ২১ দিনে ৪৮০ কোটি! অস্কারে যাবে সানি-আমিশার ‘গদর ২’, জানালেন পরিচালক অনিল
রজনীকান্তকে উপহার হিসেবে দেওয়া গাড়িটি হল BMW x7। যার বাজার মূল্য ১.২৪ কোটি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রযোজক নিজের সঙ্গে করে BMW i7-ও এনেছিলেন। যাতে রজনীকান্ত নিজের পছন্দের গাড়িটি বেছে নিতে পারেন। BMW i7-এর দাম ১.৯৫ কোটি। তবে রজনীকান্ত কম দামেরটিই রাখেন নিজের কাছে।