Solanki Roy's Journey comes to an end: ‘পরিবর্তন ছাড়া জীবনে কিছুই চিরন্তন নয়’, ইনস্টাগ্রামে ঘোষণা শোলাঙ্কির। গাঁটছড়ার জার্নি শেষ করছেন অভিনেত্রী, স্পষ্ট ইঙ্গিত তাঁর।
শোলাঙ্কিকে আর দেখা যাবে না গাঁটছড়ায়!
আমার গল্পটি ফুরালো, নটে গাচটি মুরালো! গাঁটছড়ার গল্প না ফুরালেও খড়ি কিন্তু আর এই গল্পের অংশ থাকবেন না। গাঁটছড়া থেকে শোলাঙ্কি রায়ের সরে দাঁড়ানোর জল্পনা মাথাচাড়া দিয়েছে বেশ কয়েক সপ্তাহ ধরেই। যদিও শুরুতে সেই খবর অস্বীকার করেছিলেন শোলাঙ্কি। কিন্তু ইদের দিন নায়িকার ইনস্টাগ্রাম স্টেটাস স্পষ্ট করে দিল সবটা। প্রায় দেড় বছর দীর্ঘ জার্নিতে ইতি টানছেন শোলাঙ্কি রায় (Solanki Roy)।
টেলিপাড়া সূত্রে খবর, এগিয়ে যাবে গাঁটছড়ার (Gaatchora) গল্প। পরবর্তী প্রজন্মকে নিয়ে এবার শুরু হবে গাঁটছড়ার নতুন জার্নি। বাবা-মা হতে চলেছে খড়ি-ঋদ্ধি সেই ট্র্যাকও ইতিমধ্যেই দেখছে দর্শক, এবারই গল্পে আসবে নয়া মোড়।
এদিন ইনস্টাগ্রামে শোলাঙ্কি লেখেন, ‘জীবনে কিছুই চিরন্তন নয়, পরিবর্তন ছাড়া। আমার এক বছরেরও বেশি সময়ের জার্নি শেষ হল! স্বপ্নের মতো লাগছে, একইসঙ্গে দুঃখিত আর আনন্দিত। এই পথে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দেখা হয়েছে-- কেউ পরিবার হয়ে ওঠেছে, কেউ বন্ধু। কেউ ছেড়ে গেছে আবার কেউ রয়ে গেছে। সবমিলিয়ে দুর্দান্ত একটা জার্নি। এবার মুভ অন করার সময়। আমি পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আলিঙ্গন করতে প্রস্তুত’।
শোলাঙ্কির ইনস্টা স্টোরি
আশ্চর্যের বিষয হল এই ইঙ্গিতপূর্ণ পোস্টে কোথাউ গাঁটছড়ার নাম উল্লেখ করেননি শোলাঙ্কি। তবে তাঁর পোস্ট জুড়ে যে মন খারাপের কথা লেখা রয়েছে তা দেখে অনুরাগীদের বুঝতে অসুবিধা হচ্ছে না খড়ির যাত্রা শেষের কথাই উল্লেখ করেছেন শোলাঙ্কি।
মে মাসেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে শোলাঙ্কির চুক্তি শেষ। নতুন করে সেই চুক্তি এগিয়ে নিয়ে যেতে চান না অভিনেত্রী, সেই খবর আগেই মিলেছিল। সেইমতোই নতুন করে গাঁটছড়ার গল্প সাজাচ্ছেন নির্মাতারা। ইতিমধ্যেই খবর, অ্যাক্রোপলিসের এই মেগায় নতুন প্রজন্মের গল্পে লিড হিসাবে থাকবেন বরণ খ্যাত ইন্দ্রাণী পাল এবং ওম সাহানি। যদিও সবটাই এখন জল্পনা।
বাংলা ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ শোলাঙ্কি। ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’-র পর ‘গাঁটছড়া’তেও মনে রাখার মতো একটা চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। খড়ি চরিত্রের রেশ দীর্ঘদিন দর্শক মনে থাকবে তা বলাই বাহুল্য। এখন দেখবার গল্প লিপ নিলে খড়ির পাশাপাশি আর কোন কোন চরিত্র বাদ পড়ে কাহিনি থেকে।